মাইক্রোসফটের বিরুদ্ধে একটা Antitrust Claim দায়ের করেছে Slack

কর্মক্ষেত্রের অন্যতম মেসেজিং প্লাটফর্ম Slack, সম্প্রতি মাইক্রোসফটের বিরুদ্ধে একটা Antitrust Claim দায়ের করেছে। তারা দাবী করে মাইক্রোসফট তাদের সাথে অসাধু উপায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছে।

Slack জানায় মাইক্রোসফট, Office 365 এর মধ্যে Microsoft Teams যুক্ত করে বেআইনি এবং বিরোধ-মূলক প্রতিযোগিতা শুরু করেছে। এর মাধ্যমে মাইক্রোসফট তাদের আধিপত্যের অপব্যবহার করছে।

অভিযোগটি অতিদ্রুত খতিয়ে দেখবে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন।

এমন অভিযোগে মাইক্রোসফটের মুখপাত্র জানায়, " আমরা Microsoft Teams তৈরি করেছি যাতে কর্মীরা ভিডিও কলের মধ্যমে যুক্ত হয়ে সহযোগিতা আরও বাড়াতে পারে, এবং লোকেরা এটি চায়"।

তিনি আরও জানায় COVID-19 মহামারীতে যখন Slack ব্যবহারকারীরা ভিডিও কনফারেন্সিং ফিচারের অভাবে ভুগছিল, তখন আমরা দারুণ এই ফিচার নিয়ে এসেছি। আমরা সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতিবন্ধ এবং আপনারা সবাই ব্যবহার করুন।

মাইক্রোসফট এর মুখপাত্র নিশ্চিত করেছেন, আমরা ইউরোপীয় কমিশনকে বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতেও প্রস্তুত আছি।

এই ঘটনায় Slack যুক্তি দেখায় Office 365 সফটওয়্যারে  Microsoft Teams সরবারহ করায় বাজারে তাদের সফটওয়্যার বিক্রি করা কঠিন হয়ে পড়েছ।

Slack এর একজন ভাইস প্রেসিডেন্ট জনায়, যেখানে আমরা একজন ইউজারের সফটওয়্যার বাজেটের ২% চাই সেখানে মাইক্রোসফট চায় পুরো ১০০%।

এই মহামারীতে মাইক্রোসফট এর টিম ইউজার মার্চের দিকে ছিল ৪৪ মিলিয়ন যা এপ্রিলে বেড়ে দাড়ায় ৭৫ মিলিয়ন। একই সাথে Slack এর ইউজারও মার্চের শেষের দিকে বেড়ে দাঁড়িয়েছে ১২.৫ মিলিয়ন।

মজার ব্যাপার হল এর আগে Slack এর Chief Executive, Stewart Butterfield মে মাসে এক সাক্ষাৎকারে বলেছিলেন, "গত কয়েক মাস ধরে আমরা যা দেখছি তা মনে হচ্ছে না Microsoft Teams, Slack  এর প্রতিদ্বন্দ্বী''।

তিনি আরও বলেন মাইক্রোসফট টিম যুক্ত করাতে, টিমের মেম্বার আগের চেয়ে বেড়েছে। এখানে মাত্র ২৯% ইউজার Microsoft Teams ব্যবহার করছে এবং বাকি ৭১ % এ বিষয়ে আগ্রহী নয়।

-
টেকটিউনস টেকবুম - ১০ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস