আয়ারল্যান্ড এর COVID Tracker অ্যাপটি এবার ব্যবহার করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র

আয়ারল্যান্ড এর COVID Tracker অ্যাপটি গত ৭ জুলাই লঞ্চ করা হয়। এই অ্যাপটি ডেভেলপ করেছে অন্যতম সফটওয়্যার কোম্পানি NearForm। প্রথম সপ্তাহেই অ্যাপটির ডাউনলোড পৌঁছে যায় ১.৩ মিলিয়নে, যার ৩৭% ছিল আয়ারল্যান্ড ইউজার যাদের বয়স ১৬ বছর বা তার বেশি।

অ্যাপটি প্রকাশ করার একদিন পর NearForm এর CEO, টুইট করে জানান সরকারের জন্য এটি কন্টাক্ট ট্র্যাকিং এ সহায়ক হবে।

আয়ারল্যান্ড এবং NearForm এর স্বাস্থ্য সংস্থা Health Service Executive (HSE) এর চিফ ইনফরমেশন অফিসার Fran Thompson জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও বেশ কয়েকটি দেশ এবং রাজ্য আমাদের বিক্রেতাদের সাথে অ্যাপটি নিয়ে কথা বলছে।

যুক্তরাষ্ট্রের একটি রাজ্য, Pennsylvania  এই অ্যাপটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। এবং ইতিমধ্যে দেশটির কর্মকর্তারা NearForm এর সাথে কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি। Pennsylvania এর স্বাস্থ্য বিভাগ জানায়, তারা এর বিষয়ে বিচার বিশ্লেষণ করছে এবং তাদের চুক্তিটি এখনো চূড়ান্ত হয় নি।

NearForm এর টেকনিক্যাল ডিরেক্টর Colm Harte বলেন, NearForm এ ব্যাপারে যুক্তরাজ্যের সাথেও কথা বলছে।

তিনি আরও জানান, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ আমাদের সাহায্য করছে এবং তারা জানতে চাচ্ছে আমরা কি প্রযুক্তি ব্যবহার করছি এবং API কাজে লাগাচ্ছি।

জানা গেছে অ্যাপটি আয়ারল্যান্ডে ইউজারদের করোনা সম্পর্কে নানা তথ্য দিয়ে সাহায্য করছে। এই অ্যাপটি মে মাসে রিলিজ হওয়া Apple এবং Google এর API ব্যবহার করছে। অ্যাপটি ব্লুটুথ এর মাধ্যমে কাছাকাছি ডিভাইসের সাথে কানেক্ট হয়ে কেউ করোনা আক্রান্ত কিনা সে খবর দিচ্ছে। HSE সকল করোনা আক্রান্ত রোগীদের বলছে অ্যাপটিতে তাদের তথ্য আপলোড করতে যাতে করে অন্যরা বুঝতে পারে তাদের কাছাকাছি কোন রোগী আছে কিনা।

তবে এই আপটি ভাইরাস বিস্তার রোধে আসলেই কার্যকর হবে কিনা তা নিয়ে বিভিন্ন পক্ষ প্রশ্ন তুলছে।

যদিও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ বলছে দেশ গুলোর জনসংখ্যার ৬০% আপটি ডাউনলোড না দিলে সেটা কার্যকর ভূমিকা রাখতে পারবে না, কিন্তু NearForm এ বিষয়ে কোন নির্দিষ্ট টার্গেট রাখে নি।

অ্যাপটির সাথে জড়িত অনেকেই বলছে, ইতিমধ্যে অ্যাপটি দারুণ সাফল্য দেখিয়েছে।

-
টেকটিউনস টেকবুম - ১০ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস