SpaceX তৈরি করছে মঙ্গল গ্রহ অভিযানের জন্য পুনঃ-ব্যবহারযোগ্য রকেট সিস্টেম। গত মঙ্গলবার SN5 নামের SpaceX এর তৈরি স্টার-শিপ প্রোটোটাইপটি, ১০০ ফিট উপরে তুলা হয়। পরীক্ষামূলক ভাবে ৪০ সেকেন্ড উপরে উঠার পর নিচের দিকে নামতে থাকে SN5।
Elon Musk প্রতিষ্ঠিত SpaceX কোম্পানি মঙ্গল গ্রহে পৌঁছানোর কাছাকাছি চলে গেছে বলে জানা গেছে। তাদের রকেটটি লঞ্চ করা হয় গত মঙ্গলবার সন্ধ্যায় ৭ টার দিকে। রকেটটি উড়ানো হয় টেক্সাসর একটি প্রত্যন্ত অঞ্চলে।
কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইতিমধ্যে সেই SN5 উড়ানোর ভিডিও প্রকাশ করছে।
SpaceX নিজেদের টুইটার চ্যানেলেও ভিডিওটি প্রকাশ করে।
সম্প্রতি Elon Musk, টুইট করে জানান, মঙ্গল গ্রহে পৌছাতে অনেক এগিয়ে গেছে SpaceX। তিনি আরও জানান, যদি স্টার-শিপ এবং রকেট পুনঃ-ব্যবহারযোগ্য করা যায় তাহলে, মহাকাশে যেকোনো ভ্রমণ আরও কম খরচেই করা যাবে। মহাকাশ গবেষণায় বিরাট পরিবর্তন আসবে।
জানা গেছে পুরো স্কেলে ভারী যানবাহন লঞ্চ করার জন্য লাইসেন্স কিনতে চাচ্ছে SpaceX। Elon Musk আশা করছে SpaceX, 2022 সালের দিকে মঙ্গল গ্রহে একটি কার্গো মিশন চালু করবে এবং চাঁদে ২০২৩ সালে নভোচারী পাঠাবে।
-
টেকটিউনস টেকবুম - ৬ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।