সম্প্রতি জানা গেছে এখনো ডেভেলপমেন্ট স্টেজে থাকা Amazon এর Alexa Home Robot এর দাম নির্ধারণ করা হবে প্রায় ১, ০০০ ডলার বা তারও বেশি। Alexa Home Robot টির কোড নেম দেওয়া হয়েছে Vesta। ধরনা করা হচ্ছে উচ্চ-আয়ের ক্রেতাদের টার্গেট করে এটি বানাচ্ছে Amazon। যদি এই দামই বজায় থাকে তাহলে বলা যায় Amazon এর সকল হার্ডওয়্যার গুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল হবে এটি।
Amazon সব সময় স্বল্প আয়ের মানুষের জন্য চমৎকার হলেও এখন মনে হচ্ছে তারা উচ্চ-আয়ের মার্কেটেও প্রবেশ করছে। বেশির ভাগ Amazon এর হার্ডওয়্যার গুলোর দাম থাকে ১০০ ডলারের কাছাকাছি অথবা কিছুটা বেশি যেমন, তাদের Echo Smart Speaker এর দাম ছিল ১০০ ডলার। সর্বশেষ রিলিজ হওয়া এডভান্স Echo Smart Speaker এর দাম ছিল মাত্র ২০০ ডলার যেখানে অ্যাপল এর HomePod এর দাম ছিল ৩০০ ডলার।
তবে Amazon, এই Vesta প্রজেক্টটিকে বেশি অগ্রাধিকার দিচ্ছে, Vesta এর নেতৃত্বে আছে Amazon Lab126 এর প্রেসিডেন্ট Gregg Zehr। জানা গেছে Amazon এর CEO, Jeff Bezos সরাসরি যুক্ত আছেন Alexa Home Robot এর সাথে।
প্রায় ২ বছর ধরে Amazon প্রজেক্টটি সাথে থাকলেও এখনো রিলিজ নিয়ে বিলম্ব করা হচ্ছে। এর অভ্যন্তরীণ বিভিন্ন কর্মীরা বলছে, যেখানে বর্তমানে বড় একটি জনগোষ্ঠীকে টার্গেট করার কথা সেখানে কেন নির্দিষ্ট একটি শ্রেণীর জন্য কাজ করা হচ্ছে।
অভ্যন্তরীণ বিভিন্ন মিটিংয়ের পর আশা করা হচ্ছে Alexa Home Robot এর দাম কিছুটা হলেও কমানো হবে। Amazon চেষ্টা করবে বর্তমান প্রযুক্তির সঠিক ব্যবহার করেই নতুন এই হার্ডওয়্যারটি বানাতে।
প্রোডাক্টটি কবে নাগাত বাজারে আসবে এখনো এই বিষয়ে পরিষ্কার কোন তথ্য পাওয়া যায় নি। তবে যেহেতু Amazon প্রতি বছর সেপ্টেম্বরে তাদের নতুন পণ্যের প্রদর্শনী করে সুতরাং বলা যায় এ বছরের সেপ্টেম্বরে এ বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে।
Amazon এর অভ্যন্তরীণ বিভিন্ন কর্মী অভিযোগ করেছে প্রজেক্টটি তার আবেদন হারাচ্ছে। এই প্রজেক্টের জন্য গত দুই বছর শীর্ষ স্থানীয় ইঞ্জিনিয়ার ভাড়া করার পর প্রতিষ্ঠানের ভেতরে মতবিরোধ দেখা দেয়। এমনকি এই মতবিরোধের জন্য এর অগ্রগতিও কমে গেছে।
ব্যয়বহুল এই পণ্য দিয়ে অপ্রয়োজনীয় বাজারে প্রবেশে প্রশ্ন তুলছে অনেক কর্মীরা। যেখানে গ্রাহকরা কে বেছেই নিয়েছে স্বল্প মূল্যে ভাল সেবা পাবার জন্য সেখানে এমন একটি সিদ্ধান্ত আসলেই বিপদজনক।
বর্তমানে সেগমেন্টটি একটি Niche Market হলেও, Markets and Markets বলছে ২০২৪ সালে এর ৯.১ বিলিয় ডলারের বাজার হবে। কিন্তু যেখানে এর আগে Sony এবং SoftBank মত কোম্পানি গুলো বড় ধরনের লস খেয়েছে এমন পদক্ষেপে, সেখানে Amazon কতটা সফল হতে পারে সেটা দেখার বিষয়।
সম্প্রতি জানা যাচ্ছে প্রজেক্টের সাথে জড়ির বেশ কয়েকজন কর্মচারীরা চলে গেছে। যেখানে গত ১৮ মাসে প্রজেক্টটি থেকে সরে গেছে, Christine Anderson, Tiger Lan, Max Paley এর মত বড় মাপের নির্বাহীগণ।
তবে অনেকে Amazon এর পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছে। অনেকে বলছে, বিক্রয় টার্গেট কম থাকলেও যদি এটি উচ্চ-আয়ের মানুষকে উৎসাহিত করতে পারে তাহলে তারা সফল হবে। প্রোডাক্টটির দাম বেশি হওয়াতে বিক্রি কম হলেও তেমন কোন প্রভাব পড়বে না। তাছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নিজেদের দক্ষতাকেও প্রদর্শন করতে পারবে Amazon, যা পুরো কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
-
টেকটিউনস টেকবুম - ৬ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।