হোম ইনস্যুরেন্স স্টার্ট-আপ Hippo সম্প্রতি জানিয়েছে, তারা সিরিজ ই-ফান্ডিং রাউন্ডে প্রায় ১৫০ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে এবং এই তহবিল তাদের ভ্যলুয়েশনকে ১.২ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।
Hippo এর CEO, Assaf Wand জানান, বিশ্ব জুড়ে করোনা মহামারী যে ভয়াবহ অর্থনৈতিক সমস্যা সৃষ্টি করেছে সেখান থেকে এমন একটা তহবিল গঠন মোটেও সহজ ছিল না।
তিনি বলেন, আপনি যখন ফান্ডিং করবেন এজন্য আপনাকে প্রচুর ডেটা নিয়ে কাজ করতে হবে যার জন্য ভাল পরিমাণের কর্মী দরকার হবে। আর এই মহামারীতে বিষয় গুলো এতটা সহজ ছিল না।
এই ফান্ডিং রাউন্ডটিতে ছিলেন FinTLV, Ribbit Capital, Dragoneer এবং Innovius Capital এর মত বিনিয়োগকারীরা। ২০১৯ সালে যখন Hippo এর ভ্যালুয়েশন ১ বিলিয়ন ডলার ছিল তখনই এটি Unicorn ক্লাবে যুক্ত হয়েছিল।
Hippo সাধারণত বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে বাড়ির প্রোফাইল তৈরি করে থাকে। Hippo এর বিমা সুবিধার মাধ্যমে case-by-case টার্মে গ্রাহকরা অর্থ সাশ্রয়ও করতে পারে।
Hippo এর CEO, Assaf Wand বলেন, যুক্তরাষ্ট্রের হোম ইনস্যুরেন্স মার্কেটে এর সম্ভাবনা কমিয়ে দেয়ার জন্য COVID-19 যথেষ্ট।
তিনি আরও বলেন, মানুষজন বাড়িতে বসে অর্থ সঞ্চয় করার চেষ্টা করছে সাথে সাথে তারা আরও নতুন সার্ভিস বাড়িতে যুক্ত করতে চাচ্ছে।
তিনি তার এক বক্তব্যে বলেন, তারা বাড়িতে দীর্ঘ সময় থাকলেও সমস্যা নেই তবে তাদের যদি অতিরিক্ত রুমের দরকার হয়? যদি কোন সুইমিং পুলের দরকার হয়? তখন এই ধরনের সেবা আমরা দেব।
এই মুহূর্তে Hippo এর সব চেয়ে বড় প্রতিদ্বন্দ্বী Lemonade হচ্ছে যারা জুনের দিকে পাবলিকে যেতে পারে। Lemonade এর বর্তমান ভ্যালুয়েশন ২ বিলিয়ন ডলার।
-
টেকটিউনস টেকবুম - ৫ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।