লোগোতে আবারও পরিবর্তন নিয়ে এসেছে Intel

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

Intel তাদের লোগোতে আবারও পরিবর্তন নিয়ে এসেছে। তাদের প্রথম লোগোটা ছিল শুধু মাত্র Intel লেখা যুক্ত এবং চতুর্ভুজটির বাইরে নিচের দিকে ছিল ছোট করে আরেকটি বক্স। মাঝখানে অনেক গুলো পরিবর্তনের পর, সবচেয়ে আলাদা ডিজাইন হচ্ছে Evo Powered By Core লোগো।

Evo হচ্ছে Evolution এর সংক্ষিপ্ত রূপ যা নতুন Hybrid CPUs কে নির্দেশ করে। Arm এর big.LITTLE এর তারাও Low-Power Cores এবং high-Powered Cores গুলো একত্রিত করেছে। আশা করা যায় Evo পরবর্তী জেনারেশন এর সাথে Alder Lake-S Processors, ২০২১ সালের ২য় কোয়ার্টারে বাজারে আসবে। সব কিছু পরিকল্পনা মত হলে আশা করা যায় চিপ গুলো ল্যাপটপের ব্যাটারি পারফরম্যান্সে দারুণ অগ্রগতি নিয়ে আসবে।

ডেক্সটপের ক্ষেত্রে, Alder Lake চিপ সম্প্রতি চালু হওয়া LGA 1200 socket কে বাদ দিয়ে দেবে। আপনি যদি সামনে বছর 11th-gen Rocket Lake CPU কেনার কথা ভেবে থাকেন তাহলে চিন্তার কিছু নেই, কারণ নতুন 400-Series মাদারবোর্ড গুলোতে চিপটি সাপোর্ট করে।

Intel সব সময় এমন এমন লোগো ট্রেডমার্কে নিবন্ধন করে যা এর আগে কখনো ব্যবহৃত হয় নি। আর যেহেতু কয়দিন পর পর তাদের লোগো পরিবর্তন করে সুতরাং ২০২১ সালের দিকে লোগো গুলোর পরিবর্তনে অবাক হবার কিছু নেই।

গত কিছু সপ্তাহ Intel এর জন্য খুব খারাপ যাচ্ছে। তাদের 7mn Process, ৬ মাস পিছিয়ে যাওয়ার ঘোষণার পর, তাদের অন্যতম প্রতিদ্বন্দ্বী AMD তার শেয়ারের দামকে ছাড়িয়ে গেছে। একই সাথে বিনিয়োগকারী জালিয়াতির জন্য কোম্পানিটিকে মামলার মুখোমুখিও হতে হচ্ছে।

-
টেকটিউনস টেকবুম - ৪ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস