Elon Musk কে করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করতে নিষেধ করেছেন Bill Gates

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

সম্প্রতি Bill Gates বলেছেন Elon Musk এর উচিত করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য না করে, ইলেক্ট্রনিক কার নিয়ে থাকা। মাইক্রোসফটের সাবেক অন্যতম ব্যক্তিত্ব Elon Musk, সম্প্রতি একটি টিভি শোতে ভাইরাস বিতর্কিত মন্তব্য করলে এর প্রতিবাদ করেন Bill Gates।

CNBC এর একটি সাক্ষাতকারে Bill Gates বলেন, "সব সময় আপত্তিকর মন্তব্যে Elon Musk এর অবস্থান। সে ভ্যাক্সিনের সাথে জড়িত নয়, সে ভাল ইলেকট্রনিক গাড়ি বানায় তার রকেট গুলোও ভাল কাজ করে, সুতরাং এই বিষয় গুলোতে মন্তব্য করার অধিকার আছে। আমি আশা করব, সে যে বিষয় গুলোর সাথে জড়িত নয় সে সব ক্ষেত্রে বিভ্রান্তি ছড়াবে না"।

Elon Musk, কখনো নিজের ভেতরের কথা জনসমক্ষে বলতে লজ্জা পায় না। যেমন কয়েকদিন আগেও বলেছিলেন, লক-ডাউন গুলো ফ্যাসিবাদী, যা মানুষের অধিকার লঙ্ঘন করছে। এমনকি লক-ডাউনের আদেশের প্রায় ১ সপ্তাহ পর তিনি তার ফ্যাক্টরি বন্ধ করেছিলেন।

সম্প্রতি COVID-19 সংক্রমণ নিয়েও বিতর্ক তৈরি করেন Elon Musk। তিনি COVID-19 পজিটিভ টেস্ট গুলো হাস্যকর বলে টুইট করেন। তিনি বলেন, যদি রোগীরা এত বেশি পজিটিভ হবে তাহলে কেন হসপিটালকে ভর্তি সংখ্যা এবং মৃত্যু সংখ্যা হ্রাস পাচ্ছে।

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা সম্পর্কে Bill Gates বলেন, "যখন আপনি মানুষদের যোগাযোগের সুযোগ করে দেবেন তখন অবশ্যই কোন তথ্য বিচার বিশ্লেষণ করে দিতে হবে, কারণ ভুল তথ্য গুলো আকর্ষণীয় শিরোনামের মাধ্যমে অনেক বেশি ছড়ায় যা আমরা ভ্যাক্সিনের ক্ষেত্রে দেখে এসেছি"।

-
টেকটিউনস টেকবুম - ৪ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস