Windows Central এর তথ্য অনুযায়ী এ বছরের আগস্টের শেষ সপ্তাহে অথবা ২৪ আগস্টের দিকে বাজারে আসতে যাচ্ছে Surface Duo। ডিভাইসটির উৎপাদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
Surface Duo এ বছর একের অধিক বার দেখা গিয়েছিল। ফেব্রুয়ারিতে সাবওয়েতে এটি দেখা গিয়েছিল এবং মাইক্রোসফট এর কর্পোরেট প্রেসিডেন্ট Brad Anderson এই ডিভাইসটি ব্যবহার করে ইউটিউবে Shiproom সিরিজের প্রোমোশন করেছিলেন।
আমরা জানি মাইক্রোসফট, Windows 10X চালিত Surface Neo কে পরের বছরে রিলিজ দেবে বলে সিদ্ধান্ত নেয় কিন্তু Surface Duo এর ক্ষেত্রে এমনটি হয় নি।
যদি সেপ্টেম্বরের শেষ দিকে Surface Duo দেয় তাহলে এটি Galaxy Note 20, Galaxy Z Fold 2, এবং Galaxy Z Flip এর সাথে সাংঘর্ষিক হতে পারে। অন্যদিকে কোরিয়ান ফিল্ম ইভেন্ট শুরু হতে যাচ্ছে ৫ আগস্ট তাই এর কয়েক সপ্তাহ পরেই Surface Duo রিলিজ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Galaxy Fold অথবা Huawei Mate X এর মত Surface Duo এর ফোল্ডেবল ডিসপ্লে নয়। এখানে ৫.৬ ইঞ্চির দুটি ডিসপ্লে এক সাথে করা হয়েছে। ফোল্ডেবল ডিসপ্লে সমস্যা গুলোর সমাধান হতে পারে এটি। এতে থাকছে, 4:3 aspect ratio, 1800 × 1350 (401 PPI) Resolution, Snapdragon 855, 6GB RAM, 250GB+ ROM, Surface Pen।
ডিভাইসটির দাম নিয়ে এখনো পরিষ্কার কোন তথ্য জানা যায় নি। তবে অনুমান করা হচ্ছে ৯৯৯ ডলার হতে পারে। যদি এই দাম যদি সঠিক হয় তাহলে বলা যায় এটি Galaxy Z Fold 2 এর অর্ধেক হবে।
-
টেকটিউনস টেকবুম - ৪ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।