মার্কিন সরকার TikTok বন্ধের পরিকল্পনা করলেও TikTok নিয়ে আমেরিকান ব্যবহারকারীদের প্রতিক্রিয়া একদমই ভিন্ন।
বিভিন্ন রিসার্চে উঠে এসেছে ফেসবুক থেকে কিছুটা কম হলেও, আমেরিকান নাগরিকরা Instagram, Twitter, এবং Snapchat এর থেকে বেশি ব্যবহার করছে TikTok।
ফাইনান্সিয়াল সার্ভিস ফার্ম Cowen, ২০২০ সালের মাঝামাঝিতে ২৫০০ ইউজারের উপর একটি সার্ভে করে। জরিপে উঠে এসেছে ইউজাররা দিনে ৪১ মিনিট TikTok অ্যাপে ব্যয় করছে। যেখানে Twitter ব্যবহার করে ২৯ মিনিট, Instagram ব্যবহার করে ৩১ মিনিট। যদিও এই জরিপে সবচেয়ে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া ছিল ফেসবুক, যা ব্যবহৃত হয় ৪৫ মিনিট।
চীন মালিকানায় ByteDance কোম্পানির এই TikTok বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পায়। ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্রেও সমান জনপ্রিয়। গত বছর TikTok জানায়, যুক্তরাষ্ট্রে মাসিক ২৬.৫ মিলিয়ন একটিভ ইউজারদের মধ্যে ৬০% এরই বয়স ১৬-২৪ বছর।
২০২০ সালের প্রথম তিন মাসের তুলনায় TikTok এর ব্যবহার বেড়ে গেছে প্রায় ৩৭ মিনিট।
তবে Cowen এর জরিপটিতে এটা পরিষ্কার করা হয়েছে, যে এখানে কোন সোশ্যাল মিডিয়া বেশি জনপ্রিয় বা কোনটি কার প্রতিদ্বন্দ্বী সেটা বুঝানো হয় নি। প্রতিদিন কেমন সময় ইউজাররা অ্যাপ গুলোর পেছনে ব্যয় করছে এটা জানাই ছিল জরিপটির মুল উদ্দেশ্য।
এর মধ্যে TikTok এর এই জনপ্রিয়তা ফেসবুকেও চাপে ফেলে দিয়েছে।
তবে কোম্পানি গুলোর আয় প্রকাশ পেলেই জানা যাবে জনপ্রিয়তায় কে আছে এগিয়ে। তবে ইউজারদের প্রতিক্রিয়া, TikTok এর সুদিনকেই ইঙ্গিত করে।
-
টেকটিউনস টেকবুম - ৩ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।