ইতিহাসের অন্যতম মূল্যবান পাবলিক অফারিং করতে যাচ্ছে Ant Financial Services Group

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

Jack Ma এর প্রতিষ্ঠিত Ant Financial Services Group, সম্প্রতি সাংহাই এবং হংকংয়ে ডুয়েল পাবলিক অফারিং এর প্রস্তুতি নিচ্ছে।

১৫০ বিলিয়ন ডলার ভ্যালুয়েশনের কোম্পানি Ant, তার IPO এর জন্য ২০০ বিলিয়ন ডলারের মূল্যায়ন চাইবে। যা ইতিহাসের অন্যতম মূল্যবান পাবলিক অফারিং হতে যাচ্ছে।

আমেরিকা ও চীনের মধ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এর এই পাবলিক অফারটি নিউইয়র্কে করা হবে না। সম্প্রতি চীনের বিভিন্ন কোম্পানির উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করলে এবং একাধিক তদন্তের প্রস্তুতির জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে Ant Financial Services Group

এখনো Ant Financial Services Group, পাবলিক অফারের নির্দিষ্ট সময়সীমা স্পষ্ট করে নি। তারা জানায়, এই অফারটি চীনের পরিসেবা শিল্পকে ডিজিটালাইজ করতে এবং দেশীয় চাহিদা পূর্ণ করতে সাহায্য করবে।

এক্সিকিউটিভ চেয়ারম্যান Eric Jing বলেন, "এটি সরকারী সংস্থা হয়ে গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, কর্মচারী, শেয়ারহোল্ডার এবং নিয়ন্ত্রক সহ আমাদের সকল স্টেক-হোল্ডারদের মধ্যে স্বচ্ছতা বাড়িয়ে তুলবে। নিম্নবিত্তদের সেবা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমরা আমাদের সাফল্য সমাজের মধ্যে ছড়িয়ে দেব"।

জনপ্রিয় রিটেইল কোম্পানি Alibaba, Ant এর ৩৩% শেয়ারের মালিক। এর আগে Alibaba ২৫ বিলিয়ন ডলার ভ্যালুয়েশনের একটি পাবলিক অফার করেছিল। তখন এর থেকে এর বাজার মূলধন বেড়েছিল প্রায় ৬৬০ বিলিয়ন ডলার।

-
টেকটিউনস টেকবুম - ৩ আগস্ট ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস