Uber চালকরা জানতে চান রাইট শেয়ারিং অ্যাপ গুলো তাদের কি ধরনের ডেটা কালেক্ট করে, এবং কিভাবে সেই ডেটা গুলো ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিভাবে একটি রাইড রিকুয়েস্ট নিয়ন্ত্রণ করা হয়, সব গুলো বিষয় এবার আলোচনায় আসে।
যুক্তরাজ্যের Uber চালকদের অধিকার নিয়ে কাজ করা App Drivers and Couriers Union (ADCU), Uber এর ইউরোপীয় সদর দপ্তরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। তারা চায় Uber এটি পরিষ্কার করুন যে তারা কিভাবে এবং কোথায় চালকদের ডেটা ব্যবহার করে। সাথে সাথে এটিও জানতে চায় কিভাবে ইউজার আর চালকদের ম্যাচিং হয়। ADCU আরও জানতে চায় কিভাবে ড্রাইভার এলগরিদমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।
App Drivers and Couriers Union (ADCU), দাবী করে ড্রাইভারদের লোকেশন, রাইট ক্যান্সেল, ইউজারদের র্যাটিং সব কিছুই পর্যবেক্ষণ করে।
জানা যায় App Drivers and Couriers Union (ADCU), সম্প্রতি Uber এর বিরুদ্ধে প্রতিদিন ১১, ৫০০ ডলারের মামলা দায়ের করেছে।
যদিও এর আগে আরও কয়েকটি লিগ্যাল ইস্যুতে Uber বলেছিল, ড্রাইভাররা কোম্পানির ম্যানেজমেন্ট থেকে পুরোপুরি আলাদা, তারা স্বাধীন ভাবে কোম্পানির হয়ে কাজ করে।
-
টেকটিউনস টেকবুম - ২ আগস্ট ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।