ক্লাউড রোবটিক্স স্টার্ট-আপ CloudMinds সিলিকন ভ্যালি থেকে ফিরে যাচ্ছে চীনে

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

ক্লাউড রোবটিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্ট-আপ CloudMinds তাদের যুক্তরাষ্ট্রের ব্যবসায় সম্প্রসারণের পরিকল্পনা বাতিল করেছে। চলমান বিভিন্ন নিষেধাজ্ঞা এবং ব্যবসায়িক দ্বন্দ্বের জন্য, কোম্পানিটি পাবলিক কোম্পানি হিসাবে প্রতিষ্ঠিত হবার যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছিল সেটি বাদ দিয়েছে। বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির সংকটে কোম্পানিটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। CloudMinds তাদের ব্যবসায়টি  চীনের Shanghai ফিরিয়ে নেবার পরিকল্পনা করছে।

২০১৫ সালে Bill Huang, সিলিকন ভ্যালিতে CloudMinds কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। জন্মসূত্রে Bill Huang চীনের হলেও কর্মজীবনের অধিকাংশ সময় কেটেছে যুক্তরাষ্ট্রে। তিনি দীর্ঘ সময় কাজ করেন Bell Labs এর সাথে। যেখানে সর্বপ্রথম Transistor, Lasers এবং Mobile নেটওয়ার্ক এর সূচনা হয়।

Bill Huang তার এক বক্তব্যে জানান, আমরা অবশ্যই এই নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রে আমাদের কোম্পানি তালিকাভুক্ত করব না।

গত বছরের জুলাই মাসে কোম্পানিটি থেকে কোন প্রযুক্তি চীনে রপ্তানি করা পুরোপুরি ব্লক করে দেয়া হয় এবং এ বছরের মে মাসে Washington এর অনুমতি ছাড়া যেকোনো পণ্য কেনার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

কোম্পানিটি জানায় এই ধরনের নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রে তাদের ৭৫% অর্ডার কমে যায় একই সাথে ৮০% কর্মীরা প্রতিষ্ঠান ছাড়ে। ছয় মাস আগেও যেখানে তাদের ১০০ জন কর্মী ছিল সেখানে এই মাসে তারপরিমাণ ১০ জনেরও কম।

Bill Huang জানান, ''গত তিন বছর ধরে এই পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে, সিলিকন ভ্যালি চীনের মেধা, অর্থ, মার্কেট সব কিছুই বর্জন করছে। কিন্তু প্রকৃত পক্ষে তারা তাদের নিজ দেশেরই ক্ষতি করছে''।

বেশ কয়েক দিন যাবত যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে Huawei, TikTok সহ আরও অনেক গুলো কোম্পানি বিভিন্ন নিষেধাজ্ঞা এবং তদন্তের মধ্যে আছে। কয়েকবার চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তথ্য পাচারের অভিযোগ উঠেছে। এবং তা CloudMinds এর ক্ষেত্রে ব্যতিক্রম ছিল না।

অনেক উৎস থেকে জানা গেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যকে চাপ দিচ্ছে যাতে তারা চীনের সকল কোম্পানিকে বর্জন করে। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্যে একের পর নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা শুনা যায়।

কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের একটি কমিটি  ফেডারেল কর্মীদের সরকার প্রদত্ত ডিভাইসে TikTok ব্যবহার নিষিদ্ধ করবে বলে জানায়। আইন প্রণেতারা জানায় TikTok ফেডারেল কর্মীদের জন্য এটি বড় ধরনের সিকিউরিটি রিস্ক, কর্মীরা যদি নিজেদের দেশের ডেটা সুরক্ষা করতে চায় এবং চীনকে সুযোগ দিতে না চায় তাহলে যেন TikTok ব্যবহার না করে।

অন্য দিকে যুক্তরাজ্য ঘোষণা দেয় ২০২৭ সালের মধ্যে তাদের সকল 5G নেটওয়ার্ক থেকে Huawei এর সরঞ্জাম সরিয়ে ফেলবে।

গত সপ্তাহে FBI এর পরিচালক Christopher Wray, বলেছে, "বেইজিং নিয়মিত গুপ্তচর বৃত্তি এবং সাইবার এটাকের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিতে এক্সেস করার চেষ্টা করছে"।

তিনি তার বক্তব্যে বলেন, "চীন প্রায়শই আমেরিকান ইন্টেলেকচুয়াল সম্পত্তি চুরি করে এবং আমেরিকান সংস্থাগুলির বিরুদ্ধে লড়াইয়ের জন্য এগুলো ব্যবহার করে, বাস্তবে তারা দু'বার প্রতারণা করে"।

২০০৭ সালে Bill Huang চীনে ফিরে গিয়ে একটি মোবাইল প্রযুক্তিতে যোগ দেন। এর আট বছর পর যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং CloudMinds প্রতিষ্ঠায় মনোনিবেশ করে।

তিনি বলেন, আমি পৃথিবীতে কে পরিবর্তনের সুযোগ দেখেছিলাম এবং রোবটিক্স নিয়ে কাজ শুরু করি এবং ক্লাউড আর্কিটেকচার এর দিকে নজর দেই। যেখানে মানুষের ব্রেনের বদলে কম্পিউটার চিপে ডেটা প্রসেস হবে।

CloudMinds এর অপারেটিং প্ল্যাটফর্মটি তিনটি সিস্টেমে বিভক্ত, ক্লাউড ব্রেন, নার্ভ নেটওয়ার্ক, রোবট কন্ট্রোলার। প্লাটফর্মটি গ্রাহকদের মত করে রোবট গুলোকে কাস্টমাইজড করতে ব্যবহৃত হয়। যা ব্যবহার করে হসপিটাল, শপিং মল, হোটেল, ব্যাংকে কাস্টমারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে এবং রেগুলার কাজ করতে সাহায্য করে। কোন কোন ক্ষেত্রে রোবট দিয়ে কফি বানাতেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়।

করোনা মহামারী চলাকালীন রোবটিক্স এর ব্যবহারে Bill Huang এর নতুন মার্কেট দেখতে পায়।

তিনি বলেন, যখন রোবট গুলো আপনাদের সমস্যা সমাধান করতে পারবে না তখন আমরা মানুষ পাঠাব। তাদের সমস্যা সমাধানের পদ্ধতি রোবট গুলাও রেকর্ড করে রাখবে। আপনি যদি রোবট গুলোকে শিশু ধরে থাকেন তাহলে আমাদের কর্মীরা হচ্ছে প্রাপ্ত বয়স্ক। এক সময় রোবট গুলোও কাজ শিখে প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে।

উৎপাদন সীমাবদ্ধতা এবং উচ্চ মূল্যের সীমাবদ্ধতার কারণে CloudMinds একটি লিজিং মডেল তৈরি করেছে যেখানে গ্রাহকরা পণ্যটি একেবারে না কিনে পণ্য ব্যবহারের জন্য লিজ নিতে পারবে।

Bill Huang বলেছিলেন, “লিজের মডেলটির আওতায় কম মূল্যের এর বাজার দ্রুত বাড়তে পারে।

এই বছরের শুরুর দিকে CloudMinds চীনের করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল উহান সহ সারা দেশে এক হাজারেরও বেশি রোবট সরবরাহ করেছিল, যেখানে তারা ওষুধ দেওয়ার ব্যবস্থা সহ বিভিন্ন কাজ করেছে।

-
টেকটিউনস টেকবুম - ৩১ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস