গত মাসে মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল তাদের সকল ফিজিক্যাল রিটেইল স্টোর বন্ধ করে দেবে এবং ডিজিটাল বিক্রয়ের দিকে মনোনিবেশ করবে। মাইক্রোসফট জানায় কর্মীরা আগের মতই গ্রাহকদের সেবা দেবে কিন্তু সেটা হবে ডিজিটাল (Remotely) পদ্ধতিতে।
তবে বিভিন্ন উৎস থেকে এবং কর্মীদের ইমেইল থেকে জানা গেছে, মাইক্রোসফট কর্মীদের চাকরি রক্ষার জন্য বিভিন্ন শর্ত দিয়ে দিয়েছে। তারা কর্পোরেট অফিস গুলোতে সোম থেকে শুক্রবার, সকাল ৮ঃ৩০ থেকে ৫ঃ৩০ পর্যন্ত কাজ করার কঠোর নির্দেশ দিয়েছে যতদিন রিমোট ওয়ার্ক গাইডলাইন না দেয়া হয়।
মাইক্রোসফট এর একজন মুখপাত্র জানান, "আমরা আমাদের টিম গুলোকে বিভিন্ন প্রয়োজনে সামঞ্জস্যপূর্ণ করতে কাজ করছি। কোন কোন কর্মীকে প্রয়োজনে রিমোটলি কাজ করাচ্ছি। আমরা বিভিন্ন প্রতিভা থেকে ক্যারিয়ার বাড়ানো তে আগের চেয়ে বেশি প্রতিজ্ঞাবদ্ধ''।
নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন কর্মী জানান, যারা সন্ধ্যায় এবং সাপ্তাহিক ছুটির দিকে কাজ করতো তাদের বলা হচ্ছে তারা যেন ওই সময়ের জন্য কোম্পানিতে নতুন রুল বেছে নেয় অথবা পদত্যাগ করে।
অনেক কর্মী দাবী করছে তাদের রিমোট-ওয়ার্ক সিদ্ধান্ত নেয়ার পরেও কিছু কর্মীকে কর্পোরেট অফিসে কাজ করতে হবে।
কোম্পানির নতুন রুলে ঢুকা যেকোনো কর্মীদের জন্যই খুবই কষ্টকর কারণ মাইক্রোসফট জানিয়েছিল তারা Strategic Area বাদে সকল রুলে নিয়োগ বন্ধ রেখেছে। যেখানে এমনও খবর শুনা যায় নতুন অর্থ বছরে তারা ১০০০ টি রুল বাদ দিয়ে দিবে।
মাইক্রোসফট এর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এর এক ইমেইলের মাধ্যমে জানা গেছে, শুধু মাত্র করোনা মহামারীর জন্যই প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিচ্ছে।
ইমেইলে জানানো হয়, পহেলা জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত কর্মীদের জানাতে হবে যে তারা নতুন সময়ে কাজ করতে পারবে কিনা। এবং তাদের এই তিন সপ্তাহ অবৈতনিক হিসাবে ধরা হবে।
যদি এই সময়ের মধ্যে তারা নতুন রুল না পায় তাহলে তাদের বাধ্যতামূলক ভাবে পদত্যাগ করতে হবে।
স্বাভাবিক ভাবে সোম থেকে শুক্রবার কাজ করার নিয়ম থাকলেও, গ্রাহকদের চাহিদা মাথায় রেখে কর্মীদের রাতেও কাজ করা লাগতে পারে বলে জানায় মাইক্রোসফট।
জানা গেছে, London, New York, Sydney, Redmond, Washington এই চারটি জায়গা এবং সদর দপ্তর মাইক্রোসফট এর এক্সপেরিমেন্ট সেন্টার হিসাবে ব্যবহৃত হবে এবং বাকি সব জায়গার রিটেইল স্টোর বন্ধ করা হবে।
-
টেকটিউনস টেকবুম - ৩১ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।