ফেসবুককে তদন্ত করে দেখছে Federal Trade Commission

ফেসবুক এর CEO, Mark Zuckerberg এবং COO, Sheryl Sandberg, আইন ভঙ্গ করে ফেসবুক-কে অন্যতম প্রভাবশালী সোশ্যাল মিডিয়াতে পরিণত করছে কিনা বিষয়টি তদন্ত করে দেখবে Federal Trade Commission।

The Wall Street Journal এর রিপোর্ট মতে, ফেসবুকের দুই শীর্ষ স্থানীয় নির্বাহী এর বিরুদ্ধে Federal Trade Commission তদন্ত করার কথা ভাবছে।

ফেসবুক যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়া জগতের অন্যতম প্রভাবশালী একটি কোম্পানি। অনেক বছর যাবত এটি যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়া ল্যান্ডস্কেপকে ডমিন্যান্ট করে আসছে। তাই ২০১৯ সালের মাঝামাঝি থেকে Federal Trade Commission তদন্ত করে দেখছে এই প্রভাবশালী সোশ্যাল মিডিয়া দেশটির Antitrust law ভঙ্গ করছে কিনা।

 

কোম্পানিটি আগ্রাসী ভাবে প্রতিদ্বন্দ্বীদের কেনার জন্য দারুণ ভাবে পরিচিত যেমন তারা পর পর Instagram, WhatsApp, এবং Oculus এর মত তাদের অন্যতম প্রতিযোগী প্ল্যাটফর্ম গুলো কিনে নেয়। আর এই সব গুলো বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করছে Federal Trade Commission।

যদি Federal Trade Commission তাদের তদন্ত চালিয়ে যায় এবং ফেসবুক এটি প্রতিরোধের চেষ্টা করে তবে Mark Zuckerberg এবং Sheryl Sandberg এর সাক্ষ্য গ্রহণের সময় সীমা এখন পরিষ্কার করা হয় নি।

ফেসবুকের একজন মুখপাত্র জানান, সংস্থাটি আসন্ন একটি কংগ্রেস শুনানির অপেক্ষায় রয়েছে যেখানে জুকারবার্গ Antitrust এর বিষয় নিয়ে আলোচনায় বসবেন।

তিনি তার বিবৃতিতে বলেন, "আমরা এই মাসের কংগ্রেস শুনানিতে অন্যান্য প্রযুক্তি নেতাদের সাথে প্রতিযোগিতামূলক সম্পর্কের ব্যাপারে কথা বলব, এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে আমাদের উদ্ভাবন গুলো দেখাব যার জন্য গ্রাহকরা আমাদের বেশি প্রাধান্য দেয়"।

-
টেকটিউনস টেকবুম - ৩০ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস