TikTok নিষিদ্ধ নিয়ে লন্ডন এবং বেইজিংয়ের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা

TikTok যুক্তরাজ্যের সাথে আলোচনা থেকে সরে আসার ফলে লন্ডন এবং বেইজিংয়ের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

বেইজিং ভিত্তিক TikTok এর মুল সংস্থা ByteDance কয়েক মাস যাবত যুক্তরাজ্যের Department For International Trade  এবং ১০ জন কর্মকর্তার সাথে তাদের ব্যবসায় সম্প্রসারণের ব্যাপারে কথা বলে আসছিল।

কিন্তু যুক্তরাজ্য ২০২৭ সালের মধ্যে তাদের সকল 5G নেটওয়ার্ক থেকে Huawei এর সরঞ্জাম সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়ার পর মনে হচ্ছে তাদের মধ্যকার আলোচনাটি ফলপ্রসূ হয় নি।

ByteDance কোম্পানিটি প্রথমে তাদের লন্ডনের সদর দপ্তরে প্রতি আশা বাদী ছিল কিন্তু এখন তারা Dublin এর দিকে মনোনিবেশ করবে যেখানে তাদের বেশ কিছু কর্মচারী নিযুক্ত আছে।

বেশ কয়েক দিন ধরে প্রাইভেসি সিকিউরিটি ইস্যুতে TikTok ব্যাপক ভাবে আলোচনায় রয়েছে। যেমন সম্প্রতি সিনেট হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স কমিটি  তার এক শুনানিতে বলেছে সরকারি ডিভাইসে TikTok থাকবে না।

TikTok এর চীন মালিকানা এবং কমবয়সী নাগরিকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় বিষয়টি মার্কিন নিয়ন্ত্রক এবং আইন প্রণেতারা তদন্ত করে দেখছে।

চীন মালিকানায় ByteDance কোম্পানির এই TikTok বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পায়। ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্রেও সমান জনপ্রিয়। গত বছর TikTok জানায়, যুক্তরাষ্ট্রে মাসিক ২৬.৫ মিলিয়ন একটিভ ইউজারদের মধ্যে ৬০% এরই বয়স ১৬-২৪ বছর।

TikTok এর সমালোচকরা বরাবরই কোম্পানিটি নিয়ে জাতীয় সুরক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা দাবী করে এসেছে ইউজারদের ডেটা চীন অসাধু উপায়ে সংগ্রহ করছে এবং যা এক ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। আর এর মধ্যে ভারতে TikTok নিষিদ্ধও করা হয়েছে।

এই পদক্ষেপ এর পর আশংকা করা হচ্ছে, হংকংয়ের সিকিউরিটি এবং উত্তর-পশ্চিম চীনের উইঘুর সম্প্রদায়ের উপর নিপীড়নের বিষয়ে, কূটনৈতিক বিরোধের পর চীন বাণিজ্যিক সম্পর্ক ব্যবহার করে যুক্তরাজ্যকে শাস্তি দেবে।

তবে কয়েকবার যুক্তরাজ্য কর্মকর্তারা Huawei কে বুঝাতে চেয়েছে তারা কেবল মাত্র যুক্তরাষ্ট্রের চাপের পড়েই তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে Huawei নিষিদ্ধ এর বিষয়টি রাজনৈতিক ব্যক্তিদের হাতে এবং পরবর্তীতে এ বিষয়ে বিবেচনাও করা হতে পারে।

ByteDance এর মুখপাত্র জানান, যুক্তরাজ্য আমাদের একটি গুরুত্বপূর্ণ মার্কেট, লন্ডনেও রয়েছে সিনিয়র নেতৃত্ব সহ বৈচিত্র্যময় এবং প্রতিভাবান টিম। গত বছরের তুলনায় আমাদের কর্মী বেড়েছে চারগুণ, আমরা আশা করছি যুক্তরাজ্যে এটি আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, "আমরা লন্ডনে বিনিয়োগ এবং সৃজনশীলতাকে অনুপ্রাণিত করতে এবং বিশ্বজুড়ে ব্যবহারকারীদের আনন্দিত রাখতে সব সময় প্রতিশ্রুতিবন্ধ"।

কিন্তু এত কিছুর পরেও যুক্তরাজ্য নিষিদ্ধ করার কথা ভাবছে এবং ভবিষ্যতে তাদের 5G নেটওয়ার্ক থেকে Huawei এর সরঞ্জাম সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।

-
টেকটিউনস টেকবুম - ৩০ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস