ফেসবুক শীগ্রই TikTok এর বিকল্প হিসাবে Instagram ইউজারদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে। জানা গেছে ট্রাম্প প্রশাসনের TikTok নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে ফেসবুক এই সিদ্ধান্ত নিয়েছে।
Instagram পরিকল্পনা করছে তার ইউজারদের জন্য TikTok এর বিকল্প হিসেবে Reels নামে নতুন একটি প্লাটফর্ম নিয়ে আসছে। স্টোরি ফিচারের মাধ্যমেই আগস্টের দিকে Reels ব্যবহার করতে পারবে ইউজাররা। TikTok এর মত এখানেও ব্যবহারকারীরা সাউন্ড ট্র্যাকের মধ্যে ভিডিও রেকর্ড করতে পারবে।
Instagram ব্যবহারকারী নতুন একটি ট্যাবের মাধ্যমে নিজেদের Reels প্রোফাইল দেখতে পারবে এবং স্টোরিতে ভিডিও গুলো শেয়ার করতে পারবে। পাবলিক একাউন্ট গুলোর Reels ভিডিও Instagram অ্যাপ এর Explore সেকশনে শেয়ার করা হবে। একই সাথে ইউজার সিদ্ধান্ত নিতে পারবে তার ভিডিও ফলোয়ারদের প্রোফাইলে যাবে কিনা।
যখন অনেকে দাবী করে TikTok, Reels দুটির ফিচার একই তখন Instagram এর মুখপাত্র জানান, "দুটি সেবা এক নয়"।
তিনি জানান, TikTok এটি বিস্তৃত ভাবে করছে, আমরা আমাদের ইউজারদের চাহিদা দেখে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও তৈরিতে এমন সিদ্ধান্ত নিয়েছি"।
গত মাসে ফ্রান্স এবং জার্মানে এটি চালু করার আগে নভেম্বর মাসে ব্রাজিলেও চালু করা হয়েছিল। আগস্ট মাসের শুরুতে এটি যুক্তরাজ্য সহ আরও ৫০ টি দেশে এটি যাত্রা শুরু করবে।
বেশ কয়েক দিন ধরে প্রাইভেসি সিকিউরিটি ইস্যুতে TikTok ব্যাপক ভাবে আলোচনায় রয়েছে। যেমন সম্প্রতি সিনেট হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড গভর্নমেন্টাল অ্যাফেয়ার্স কমিটি তার এক শুনানিতে বলেছে সরকারি ডিভাইসে TikTok থাকবে না।
TikTok এর চীন মালিকানা এবং কমবয়সী নাগরিকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় বিষয়টি মার্কিন নিয়ন্ত্রক এবং আইন প্রণেতারা তদন্ত করে দেখছে।
চীন মালিকানায় ByteDance কোম্পানির এই TikTok বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পায়। ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্রেও সমান জনপ্রিয়। গত বছর TikTok জানায়, যুক্তরাষ্ট্রে মাসিক ২৬.৫ মিলিয়ন একটিভ ইউজারদের মধ্যে ৬০% এরই বয়স ১৬-২৪ বছর।
TikTok এর সমালোচকরা বরাবরই কোম্পানিটি নিয়ে জাতীয় সুরক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা দাবী করে এসেছে ইউজারদের ডেটা চীন অসাধু উপায়ে সংগ্রহ করছে এবং যা এক ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। আর এর মধ্যে ভারতে TikTok নিষিদ্ধও করা হয়েছে।
জুলাইয়ের শুরুর দিকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে এবং ভারতে চালু করা হয়েছে। Instagram জানায় ভারত এবং যুক্তরাষ্ট্রে TikTok বন্ধ করার সিদ্ধান্তটা তাদের এমন ফিচারের প্রতি উদ্বুদ্ধ করে।
ইউটিউব ইতিমধ্যে ছোট একটি গ্রুপের মধ্যে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও পরীক্ষা-মূলক ভাবে চালু করেছে। Snapchat এর ডেভেলপার দাবী করছে তাদের ভিডিও তে পরিবর্তন আনতে পারে। সম্প্রতি Byte, Triller, Likee, এবং Dubsmash এর মত বিভিন্ন অ্যাপ, যাতে ছোট ছোট ভিডিও প্রকাশ করা হয় সেগুলোর ডাউনলোড দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।
-
টেকটিউনস টেকবুম - ২৯ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।