সম্প্রতি জানা গেছে মাইক্রোসফট তার নতুন অর্থ বছরে কিছু সংখ্যক চাকরি বাদ দিয়ে দিচ্ছে।
মাইক্রোসফট এখন পর্যন্ত ছাটাইয়ের ব্যাপারে প্রকাশ্যে কোন বিবৃতি না দিলেও একজন মুখপাত্র বলেছেন, বিভিন্ন টিম এবং জায়গা থেকে এই ধরনের ছাটাই হতে পারে। তিনি আরও জানান এটা খুবই সাধারণ বিষয় যে নতুন অর্থবছরে যাবার আগে মাইক্রোসফট তার ব্যবসায়কে পুনর্মূল্যায়ন করবে।
ঘটনার সাথে জড়িত একটি সূত্র থেকে জানে গেছে এই ছাটাইয়ে ১০০০ এর কম চাকরি বাদ দিতে পারে মাইক্রোসফট। মার্চের হিসাব মতে কোম্পানিতে ১, ৫৬, ৪৩৯ জন কর্মী ছিল, যেখানে যুক্তরাষ্ট্রে ৯২, ৩৩৫ জন এবং এর সদর দপ্তর Seattle এ ৫৫, ৫১৩ জন। ধারনা করা যায় মোট কর্মশক্তির ০.৬৪ শতাংশ বাদ পড়তে পারে নতুন সিদ্ধান্ত মতে।
কিছু দিন আগেও শুনা গিয়েছিল মাইক্রোসফট তার msn থেকে বেশ কয়েকজনকে বাদ দিয়েছিল। ক্লাউড বিভাগ থেকে আরও কয়েকজন বাদ দেয়া কথা শুনা গেছে, যদিও এ ব্যাপারে মাইক্রোসফট কোন মন্তব্য করতে চায় নি।
কোম্পানিটি প্রায়ই এমন পরিবর্তন নিয়ে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন ছিল ২০১৭ সালে, যখন ক্লাউড কম্পিউটিং কে গুরুত্ব দিতে গিয়ে কয়েক হাজার কর্মীকে বাদ দেয় মাইক্রোসফট।
একই সাথে গত আর্থিক বছর শেষ হবার আগে মাইক্রোসফট, সকল ফিজিক্যাল রিটেইলিং লোকেশন এবং গেম স্ট্রিমিং সার্ভিস Mixer বন্ধ করার পরিকল্পনা করছে বলে ঘোষণা দেয়।
Mixer বন্ধের ক্ষেত্রে তারা জানায়, আমাদের দল এবং প্রযুক্তি গুলো যেখানেই সম্ভব সেখানেই স্থাপন করব'।
এই বছরের শুরুর দিকে মাইক্রোসফট কনফার্ম করে তারা নির্দিষ্ট কিছু রুলে নতুন করে কর্মী নিয়োগ দেবে না।
এপ্রিল এর দিকে মাইক্রোসফট এর মুখপাত্র বলেন, "আমরা কয়েকটি কৌশলগত ক্ষেত্রে বিনিয়োগ চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন শাখায় প্রতিভা নিয়োগ অব্যাহত রেখেছি। তবে, COVID-19 দ্বারা অনিশ্চয়তার আলোকে আমরা সাময়িকভাবে অন্যান্য রুলে নিয়োগ বন্ধ করে দিয়েছি"।
-
টেকটিউনস টেকবুম - ২৯ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হয়তো এর অন্যতম কারণ হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স!