সাবেক ফার্স্ট লেডি Michelle Obama একটি নতুন Podcast লঞ্চ করেছে। Podcast টির নাম "The Michelle Obama Podcast"।
এই Podcast টি প্রযোজনা করবে Higher Ground। Higher Ground কোম্পানিটি Barack Obama, White House ত্যাগ করার পর প্রতিষ্ঠা করেছিলেন।
জানা গেছে শো টিতে Michelle Obama, বিভিন্ন সময় বিভিন্ন সেলেব্রিটিদের সাক্ষাতকার নেবেন।
তিনি সম্পর্কে ঘোষণা দেন, আমি আশা করছি এই সিরিজটি অর্থবহ বিষয় গুলো অনুসন্ধান করবে এবং আমাদের জীবনের অনেক প্রশ্নের উত্তর দেবে। সর্বোপরি আশা করছি এই Podcast শ্রোতাদেরকে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উন্মুক্ত এবং গোপন সব ধরনের কথোপকথন শুনতে সাহায্য করবে এতে করে তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে।
জানা গেছে Ringer Podcast Network এর মত Podcast গুলোর মত একচেটিয়া বিস্তৃতিকে দমাতেই Spotify এর এমন উদ্যোগ।
Spotify এর প্রধান বিষয়বস্তু ও বিজ্ঞাপণ কর্মকর্তা Dawn Ostroff এক বিবৃতিতে বলেছেন, " আমরা শ্রোতাদেরকে বিশ্বের সবচেয়ে খাঁটি এবং বাধ্যমূলক কণ্ঠের সাথে সংযোগ স্থাপন করতে চাই। আমরা বিশ্বাস করি যে বিশ্বজুড়ে Michelle Obama এবং তার অতিথিদের মধ্যে সবচেয়ে আন্তরিক, মানবিক এবং ব্যক্তিগত কথোপকথন দ্বারা অনুপ্রাণিত হবে। "
আজকে, ২৯ জুলাই এই Podcast টি প্রথম সম্প্রচার করা হবে। লাইভ হবার পর একই সাথে Spotify এর ফ্রি এবং পেইড ভয়ই ভার্সনে পাওয়া যাবে। এটি থাকবে Spotify এর Podcast সেকশনে।
-
টেকটিউনস টেকবুম - ২৯ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।