রাশিয়ার হ্যাকার যারা দেশটির গোয়েন্দা পরিসেবায় কাজ করে। তারা US, UK, Canada এর মত দেশের করোনা ভ্যাক্সিন গবেষণা তথ্য হ্যাক করার চেষ্টা করছে বলে জানায় যুক্তরাজ্য সরকার।
যুক্তরাজ্যের সিকিউরিটি কর্মকর্তারা সাংবাদিকদের জানায়, APT29, Cozy Bear, এবং Dukes নামের হ্যাকার গ্রুপ গুলো তাদের করোনা গবেষণা চুরি করার প্রচেষ্টা চালাচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে এবং কানাডার সমন্বিত সিকিউরিটি সার্ভিস গুলোর অভিযোগে উঠে আসে করোনা মহামারীর শুরু থেকেই তারা এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল।
যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের অপারেশন ডিরেক্টর Paul Chichester বলেছিলেন, "করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় যারা গুরুত্বপূর্ণ কাজ করে তাদের বিরুদ্ধে এমন ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। মিত্রদের সাথে কাজ করে NCSC এর প্রধান লক্ষ্যই হচ্ছে স্বাস্থ্য খাত রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া"।
দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার বলছে, Spear-Phishing এবং 'WellMess', 'WellMail নামের ম্যালওয়্যার ব্যবহার করে করোনার তথ্য চুরি করতে চাচ্ছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র-সচিব Dominic Raab এক বিবৃতিতে বলেছেন, " করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় যারা কাজ করছে তাদের রাশিয়ান গোয়েন্দা সার্ভিসের এমন ভাবে টার্গেট করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। যেখানে যুক্তরাজ্য এবং সহযোগী দেশ গুলো মহামারী মোকাবেলায় কঠিন পরিশ্রম করছে সেখানে এমন স্বার্থপর আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। যুক্তরাজ্য এই ধরনের হামলার বিরুদ্ধে লড়ে যাবে এবং অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে"।
এই হ্যাকার গ্রুপটির বিরুদ্ধে এর আগেও ২০১৬ সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি হ্যাক করার অভিযোগ উঠেছিল। যেখানে নির্বাচনের আগে হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল ফাঁস হয়।
এই গ্রুপটি একই সাথে সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা গুলোকেও টার্গেট করেছে বলে জানা গেছে।
নতুন এই অভিযোগে প্রথমবারের মত যুক্তরাজ্য দাবী করছে এই গ্রুপটি রাশিয়ার গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হয়েছে।
সরকারী কর্মকর্তারা জানায় এমন সাইবার এটাক প্রতিহত করার যথেষ্ট সরঞ্জাম আছে যুক্তরাজ্যের।
-
টেকটিউনস টেকবুম - ২৮ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।