নতুন একটি গবেষণায় উঠে এসেছে বিশ্বজুড়ে মানুষ প্রতিদিন গড়ে ৩.১ ঘণ্টা এবং জীবনে জেগে থাকা অবস্থায় এক-চতুর্থাংশ তাদের ফোন অ্যাপ ব্যবহারে ব্যয় করছে।
App Annie এর একটি রিপোর্ট মতে বিগত বছর গুলো থেকে সর্বোচ্চ মোবাইল ফোন এবং অ্যাপ ব্যবহারের বছর ধরা হয়েছে ২০২০ সালকে।
App Annie এর এক সিনিয়র ম্যানেজার Herman Lee তার এক ব্লগে বলেন, গত পাঁচ বছরের তুলনায় মোবাইলের গুরুত্ব মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে"।
আরও জানা যায় ২০১৯ সালে প্রতিটি ফোনে গড়ে ৯৩ টিও বেশি অ্যাপ ডাউনলোড হয়েছে এবং প্রতিদিন তা ব্যবহারের পরিমাণ ২.১ ঘণ্টা যা ২০১৫ থেকে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এর অন্যতম কারণ হিসাবে ধরা হয়েছে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহারের এর সুযোগ।
গবেষণায় দেখা গেছে US, India, Indonesia, Pakistan এবং Russia এর মত দেশ গুলোতে ব্যাপক ভাবে ফোন ব্যবহার বেড়ে গেছে। অ্যাপ ব্যবহারের ফলে ফোন ব্যবহারও বৃদ্ধি পাচ্ছে। ১০০ টি অ্যাপ ডাউনলোড করা হলে এর মধ্যে এক-তৃতীয়াংশ থাকে বাজারে আসা নতুন আপ।
যেমন TikTok ব্যবহার দিনে দিনে বৃদ্ধিই পাচ্ছে। যা বিশ্বব্যাপী ডাউনলোড হয়েছে ২ বিলিয়ন বারের উপরে। এমনকি জুন মাসেই TikTok ডাউনলোড করা হয়েছে ৮৭ মিলিয়ন বার যা App Store এবং Play Store উভয় জায়গায় ১ম স্থান দখন করে নেয়।
TikTok ব্যবহার বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ ছিল ইউজাররা একই অ্যাপে বিনোদন, সোশ্যাল মিডিয়া, শিক্ষা ইত্যাদি সুবিধা পাচ্ছিল।
গবেষণায় আরও উঠে এসেছে ব্যবহারকারীরা প্রতিমাসে গড়ে ১৬ ঘণ্টা ২০ মিনিট ব্যয় করে এবং প্রতিদিন আধ ঘণ্টা। ২০১৮ সালের আগস্টে এর পরিমাণ ছিল পাঁচ ঘণ্টা ৪ মিনিট।
App Annie এর একটি রিপোর্ট মতে, ২০১৯ সালে প্রতিমাসে সর্বাধিক ব্যবহৃত আপ গুলো ছিল Amazon, Apple Music, Gmail, Google Maps, Facebook, Facebook Messenger, Instagram, Netflix, Snapchat এবং YouTube।
-
টেকটিউনস টেকবুম - ২৭ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।