Bloomberg এর রিপোর্ট অনুযায়ী Sony এর আপকামিং PlayStation 5 এর উৎপাদন বাড়ানো হচ্ছে দ্বিগুণ।
জাপানিজ এই কোম্পানি জানিয়েছে তারা ২০২১ সালের মার্চ নাগাত ১০ মিলিয়ন PlayStation 5 উৎপাদন করবে। আগের রিপোর্ট থেকে PlayStation 5 এর উৎপাদন বেড়েছে প্রায় ১০০%৷ করোনা মহামারীর লক-ডাউনে মানুষ গৃহবন্দী হয়ে পড়াতে এর চাহিদা আগের থেকে বৃদ্ধি পেয়েছে বলে জানায় কোম্পানিটি।
Sony এর চাহিদা মত উৎপাদন ক্ষমতা আছে কিনা সেটা এখনো পরিষ্কার নয়।
জানা গেছে জুনে উৎপাদন শুরু করা হবে। কিন্তু এখন পর্যন্ত PlayStation 5 এর রিলিজ ডেট বা দাম নির্ধারণ করা হয় নি।
জানা গেছে PlayStation 5 এর দুটি ভার্সন থাকবে একটি হচ্ছে Standard PlayStation 5 যাতে থাকবে Ultra HD Blu-ray Disc Drive আরেকটি Digital Edition যাতে Disc Drive থাকবে না।
দাম এখন পর্যন্ত পরিষ্কার না হলেও এর ফিচার গুলো ক্লিয়ার করা হয়েছে যেমন Standard PlayStation 5 ডিস্ক রিড করতে পারবে আর Digital Edition সেটি পারবে না।
-
টেকটিউনস টেকবুম - ২৭ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।