Monzo ব্যাংক পুনরায় চালু করেছে তাদের পেইড প্রিমিয়াম একাউন্ট, Monzo Plus

সম্প্রতি  Monzo ব্যাংক তাদের রাজস্বকে আরও বৈচিত্র্যময় করতে এবং প্রতিষ্ঠাকে লাভের দিকে এগিয়ে নিতে পেইড একাউন্ট প্রোগ্রাম, Monzo Plus লঞ্চ করেছে।

সাধারণ একাউন্ট হোল্ডারকে Monzo Plus ব্যবহার করতে মাসিক ৬ ডালার দিতে হবে যেখানে তারা অতিরিক্ত কিছু ফিচার পাবে।

পেইড একাউন্ট-ধারীরা একটি নীল হলোগ্রাফিক ডেবিট কার্ড পাবে। তারা আপ ব্যবহার করে ১৩ টিরও বেশি ব্যাংকে এবং ক্রেডিট কার্ডে টাকা লেনদেন করতে পারবে এবং ব্যালেন্স দেখতে পারবে। এবং অনলাইনে নিরাপদে কেনাকাটা করতে পারবে।

একই সাথে Monzo Plus, ২০০০ পাউন্ড পর্যন্ত ১% সুদ দেয়। ব্যবহারকারীরা দেশের বাইরে ৪০০ পাউন্ড পর্যন্ত বিনা চার্জে তুলতে পারবে।

স্টার্ট-আপ Monzo ব্যাংকটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ৪ মিলিয়নেরও বেশি কাস্টমারদের চলতি একাউন্ট প্রদান করছে। এটি বিভিন্ন সাধারণ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি Hot Coral নামে একটি ডেবিট কার্ডের জন্য বেশ জনপ্রিয় যার সহজ অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ব্যাংকিং কাজ করা যায়।

তাদের এই Monzo Plus প্রথম ২০১৯ সালের এপ্রিল মাসে চালু করা হয় এবং কাস্টমারদের বিভিন্ন অভিযোগ গুলো আমলে নিয়ে পাঁচ মাস পরে ভাল করে গ্রাহকদের কাছে নিয়ে আসে। প্রথম দিকে এর সেবা চালু করা হলে বিভিন্ন গ্রাহকরা ফেসবুক গ্রুপ এর প্রতিবাদ করে এবং দাবী করে তাদের অর্থ চুরি করছে।

Monzo এর চিফ প্রোডাকশন অফিসার  Mike Hudack বলেন, "আমরা আমাদের সাধারণ ব্যাংকিং সেবার পাশাপাশি Monzo কে ভাল করে পুনরায় পরীক্ষা করে দেখছি। কেন মানুষ কে ভালবাসে এবং কমিউনিটির কথা শুনছে এ ব্যাপারে আমরা কঠোর চিন্তা করছি"।

প্রতিযোগী ব্যাংক গুলো কয়েক বছর যাবত ধাতব কার্ড এবং গ্রাহকদের বিভিন্ন ভ্রমণ সুযোগ সুবিধা দিয়ে আসছিল আর এজন্যই Monzo এর নতুন এই উদ্যোগ।

মে মাসে Monzo এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা Tom Blomfield পদত্যাগ করার পর কোম্পানি পেইড প্রোগ্রামটি লঞ্চ করে।

অন্যান্য কোম্পানির মত এর মহামারীতে এরও রাজস্ব হ্রাস পায়। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতেও কোম্পানিটি ৬১ মিলিয়ন ডলারে লোকসানের কথা জানিয়েছিল

তবে লোকসান সম্পর্কে আগেই সতর্ক করে দিয়েছিল Tom Blomfield।

স্টার্ট-আপটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের আশা করছে এবং তারা ব্যাংকিং লাইসেন্স এর জন্য আবেদন করেছে, জানা গেছে প্রক্রিয়াটি হতে ১৮ মাস সময় নিতে পারে।

ফেব্রুয়ারিতে Business Insider এর সাথে সাক্ষাত্কার কালে, Tom Blomfield কোম্পানির মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন যে প্রতি মাসে ব্যাংকটি 200, 000 গ্রাহক যুক্ত করছে। শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকটি ৪৮৭ মিলিয়ন ডলার জোগাড় করেছে।

-
টেকটিউনস টেকবুম - ২৭ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস