সোশ্যাল মিডিয়া থেকে কোটি কোটি ফটো স্ক্রাপিং করার জন্য সমালোচিত হওয়া ফেসিয়াল রিকুইজিশন কোম্পানি Clearview AI এর বিরুদ্ধে প্রাইভেসি নিরাপত্তার অভিযোগ করেছে ইউরোপ।
সম্প্রতি Jumbo Privacy এর প্রধান প্রাইভেসি এবং স্ট্রেটেজি অফিসার Zoé Vilain, French Data Privacy Regulator (CNIL) এর কাছে এই অভিযোগ দায়ের করেন। Zoé Vilain একটি স্টার্ট-আপ যা মানুষের অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহারে প্রাইভেসি রক্ষায় সহায়তা করে থাকে।
Zoé Vilain সিদ্ধান্ত নেয় যে Clearview AI কে জিজ্ঞাস করবে তাদের ডাটাবেইসে তার নিজের ছবি আছে কিনা। যখন তিনি তার কোম্পানি মারফত চিঠি পাঠান, তখন জানায় তার ছবিও সেখানে আছে।
এর পর Zoé Vilain কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং কোম্পানিকে বলতে বাধ্য করে তারা কিভাবে ডেটা গুলো কালেক্ট করে এবং কোথায় ব্যবহার করেছে।
কিন্তু তারা এ ব্যাপারে কোন উত্তর দেয় নি।
এই Clearview AIকোম্পানিটি এ বছরের জানুয়ারি পর্যন্ত ও অজানা ছিল কিন্তু যখন New York Times এটি নিয়ে একটি প্রতিবেদন দিয়েছিল তখন থেকেই এই কোম্পানি আলোচনায় আসে। Clearview AI ব্যক্তিগত ছবি এবং বায়োমেট্রিক ডাটা ইউজারদের অজান্তেই ব্যবহার করার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভে দেখা দেয়।
Zoé Vilain একটি ব্লগ টিউনে জানায়, Zoé Vilain এর লিগ্যাল পন্থা অবলম্বন করার পরেও Clearview AI এ ব্যাপারে সাহায্য করে নি। ৯ টি ইমেইল, যথেষ্ট প্রমাণ এবং চার মাস এ ব্যাপারে কাজ করার পরে তারা আমাদের কোন প্রশ্নের উত্তর দেয় নি।
Zoé Vilain তার ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেইল এড্রেস, আইপি এড্রেস ইত্যাদি পাঠিয়ে লিগ্যাল নোটিশের মধ্যমেও Clearview AI কে তার ডেটা মুচে দিতে অনুরোধ করার পরেও তারা সেটা করি নি।
পরবর্তীতে তার একটি Pdf ফাইল পাঠিয়েছিল যেখানে তিনটি ছবি থেকে একটি Zoé Vilain এর ছিল না। তারা জানায় এত কিছুর পরেও Clearview AI আমাদের যথাযথ তথ্য দেয় নি।
এর পরই তারা সিদ্ধান্ত বিষয়টিতে আইনি-পদক্ষেপ নিতে হবে।
Jumbo Privacy বলে, ইউজারদের ডেটা সুরক্ষা দিতে এবং Clearview AI এর এই ধরনের কর্মকাণ্ড তুলে ধরতে আমরা এর কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছি"।
ফ্রান্সের ডেটা কর্তৃপক্ষের কাছে যদি প্রমাণ হয় ইউরোপীয় গোপনীয়তার নীতি মালা লঙ্ঘন করেছে তাহলে কোম্পানিটি কয়েক মিলিয়ন ডলার জরিমানায় পড়তে পারে। বিশ্বব্যাপী বার্ষিক আগের ৪% থেকে শুরু করে ২৩ মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে Clearview AI কে।
এ ব্যাপারে Clearview AI এর CEO জানায়, তথ্য পাবার পরে এই বিষয়টি নিয়ে ভেবেছিল কিন্তু তারা এই তথ্য পর্যাপ্ত মনে করে নি। ইউরোপের বাসিন্দারা তাদের ওয়েবসাইটে গিয়ে ফর্মফিলাপ করে নিজেদের তথ্য জানতে পারে। আর Clearview AI এর প্রযুক্তি যুক্তরাষ্ট্রের বাইরেও ব্যবহৃত হয় না। "
ইতোমধ্যে Clearview AI কে কয়েকটি দেশ কে তদন্ত করছে এমনকি কানাডাতে এর ব্যবসায় পুরোপুরি বন্ধও করা হয়েছে। এবং কয়েকদিন আগে UK এবং Australia একই সাথে যুক্ত হয়ে কোম্পানিটি তদন্ত করার ঘোষণাও দেয়।
-
টেকটিউনস টেকবুম - ২৭ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।