করোনা মহামারীতে ব্যাপক আর্থিক ভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবার পরেও Airbnb তাদের কোম্পানিটিকে পাবলিক কোম্পানিতে নিয়ে যেতে চাচ্ছে।
Airbnb এর CEO, তার কর্মীদের বলেন, "এটি এমন কিছু যা আমি আপনাদের কখনো বলব বলে ভাবী নি"।
আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবার পর থেকে Airbnb এমন সিদ্ধান্ত নিচ্ছিল যে তারা ২০২০ সালের মধ্যে কোম্পানিটিকে পাবলিক কোম্পানিতে পরিণত করবে। কিন্তু অনলাইন সংবাদমাধ্যম এর রিপোর্ট অনুযায়ী এই মহামারীর কারণে এটি পিছিয়ে ২০২১ সালে যেতে পারে।
সম্প্রতি করোনা মহামারীতে, মানুষদের বিশ্ব ব্যাপী ভ্রমণ বন্ধ হয়ে গেলে কোম্পানিটির আয় একবারে বিলুপ্ত হয়ে যায়। Airbnb এর ভ্যালুয়েশন নেমে এসেছে ২৬ বিলিয়ন ডলারে৷ এই মহামারীতে যার ভ্যালু কয়েছে প্রায় ১৬% যার আগের মূল্য ছিল ৩১ বিলিয়ন ডলার। কোম্পানিটি তাদের ব্যয় কমাতে, ১৯০০ এর মত চাকরি থেকে ২৫% কর্মশক্তি বাদ দিয়েছে।
তবে জুনের দিকে কোম্পানিটি কিছু ভ্রমণ এবং বুকিং বেড়েছে বলে জানিয়েছে। Wall Street Journal এর মতে ২০১৯ সালে প্রায় ৬৭৫ মিলিয়ন ডলার হারিয়েছে Airbnb।
কোম্পানিটি একই সাথে স্টক এর মেয়াদ কমে আসছে বলে কর্মীদের দিক থেকেও চাপে রয়েছে।
Airbnb, তার কর্মীদের একটি ইমেইলের মাধ্যমে জানায়, "আমরা এই বছর পাবলিকে যাব বলে প্রতিশ্রুতি দিতে পারছি না তবে আমরা এটা বাতিল ও করব না। বাজার প্রস্তুত হলে আমরাও প্রস্তুত হব"।
-
টেকটিউনস টেকবুম - ২৬ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।