আয়ারল্যান্ডকে ১৫ বিলিয়ন ডলার ট্যাক্স দেওয়ার বিপক্ষে আপিলটি জিতে গিয়েছে Apple।
গত বুধবার ইউরোপীয় ইউনিয়নের জেনারেল কোর্ট, ইউরোপীয় কমিশনের একটি আদেশ বাতিল করেছে যা অ্যাপলকে ১৫ বিলিয়ন ডলার কর দিতে বাধ্য করছিল।
ইউরোপীয় কমিশন ২০১৬ সালের এক বিবৃতিতে বলেছিল, আয়ারল্যান্ডে এমন এক ট্যাক্স আইন তৈরি করেছে যেখানে, Apple ইউরোপের মত দেশে ২০ বছরের অধিক সময় ধরে খুবই কম কর্পোরেট ট্যাক্স দিয়ে আসছে। যেখানে ২০১৪ সালে Apple এর কর্পোরেট ট্যাক্স এর পরিমাণ ছিল ০.০০৫ শতাংশ।
Apple এবং আয়ারল্যান্ড যারা স্বল্প হারে কর দিয়ে মাল্টিনেশনাল কোম্পানি গুলোকে আকৃষ্ট করে আসছিল তারা ২০১৯ সালে মামলার বিরুদ্ধে একটি আপিল কর।
বুধবার ইউরোপীয় ইউনিয়নের জেনেরাল কোর্ট এই বিষয়ের সাথে এক মত হয়েছে যে আয়ারল্যান্ডের ট্যাক্স আইনে অসংগতি রয়েছে। কিন্তু Apple কে আয়ারল্যান্ড বিশেষ ভাবে বিবেচনা করার বিষয়টি এখনো প্রমাণিত হয় নি।
কোর্ট এক বিবৃতিতে জানায়, যদিও জেনারেল কোর্ট, আয়ারল্যান্ড এর কর সংক্রান্ত বিধিগুলি অসম্পূর্ণ এবং অসামঞ্জস্যপূর্ণ বলে আফসোস করেছে, তবুও কমিশন দ্বারা চিহ্নিত ত্রুটিগুলো বিশেষ সুবিধা প্রমাণের পক্ষে যথেষ্ট নয়"।
Apple এর মুখপাত্র জানায়, "আমরা সময় এবং সত্যের বিষয়টি বিবেচনা করার জন্য জেনারেল কোর্টকে ধন্যবাদ জানাই। আমরা খুশি যে তারা কমিশনের মামলাটি বাতিল করে দিয়েছে"।
তিনি আরও বলেন, " আমরা কতটা কর প্রদান করি এটি নিয়ে এ মামলা নয়, আমরা বিশ্বের বৃহত্তম করদাতা হিসেবে গর্ববোধ করি এবং জানি সমাজে এর অবদান কতটুকু। Apple গত দশকে ১০০ বিলিয়ন ডলারের উপরে কর্পোরেট কর দিয়েছে এবং ১০ বিলিয়ন অন্যান্য কর দিয়েছে। বিশ্ব জুড়ে মাল্টিনেশনাল কোম্পানি গুলো আয়কর প্রদান করে আসছে, এবং তাদের এটি চালিয়ে যেতে উৎসাহিত করছে Apple"।
ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট যিনি ২০১৬ সালে মামলাটি নিয়ে এসেছিলেন তিনি বলেন, "আমরা মামলাটি আরও ভাল ভাবে অধ্যয়ন করব এবং পরবর্তী পদক্ষেপ নেয়ার চিন্তা করব"।
-
টেকটিউনস টেকবুম - ২৬ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।