বিশিষ্ট ব্যক্তিদের ভেরিফাইড একাউন্ট হ্যাক এবার নিয়ে কথা বলেছে টুইটার

বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদের Twitter একাউন্ট হ্যাক হলে এবার এ বিষয়ে কথা বলেছে Twitter  কর্তৃপক্ষ। তারা জানায় হ্যাকাররা তাদের কর্মচারীদের টার্গেট করে অভ্যন্তরীণ সিস্টেম এবং টুলে এক্সেস নিয়ে নেয়। আর এজন্যই জনপ্রিয় ভেরিফাইড একাউন্ট গুলো হ্যাকিং হবার ঘটনা ঘটে।

Twitter একটি বিবৃতিতে এটিকে, "সমন্বিত সামাজিক ইঞ্জিনিয়ারিং এটাক" বলে অভিহিত করে।

কোন কোন সূত্র থেকে জানা গেছে এই হ্যাকিং এর পেছনে টুইটারের কোন কর্মীর হাত ছিল। যদিও এটি এখনো নিশ্চিত হয় নি।

এই বিষয়ে টুইটারকে প্রশ্ন করলে, এর মুখপাত্র জানায়, তদন্ত অব্যাহত রয়েছে, আমরা এই বিষয়ে দ্রুত আপনাদের অবিহিত করব।

হ্যাক করা একাউন্ট গুলোর মধ্যে ছিল, Bill Gates, Barack Obama সহ আরও বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির একাউন্ট। যেখানে বিট-কয়েনে ডলার ডোনেশনের কথা বলা হয়েছিল।

হ্যাকাররা দাবী করে, তারা ১১৮, ০০০ ডলারেরও বেশি উপার্জন করে নিয়েছে এই হ্যাকিং এর মাধ্যমে।

টুইটারের নিরাপত্তা প্রশ্ন উঠলে, অন্যতম এই সোশ্যাল মিডিয়া জানায় অভ্যন্তরীণ সিস্টেম ব্যবহার করে এই কাজটি করা হয় যাতে প্রতিষ্ঠানে কর্মচারী দায়ী থাকতে পারে।

তারা জানায়, "আমরা অভ্যন্তরীণ সিস্টেমে এক্সেস করা লিমিট করে দিয়েছি, এবং আমাদের অনুসন্ধান চলছে"।

এর আগে ২০১৭ সালে একজন কন্ট্রাক্টর যিনি টুইটারের ট্রাস্ট এবং সিকিউরিটি বিভাগে কাজ করতো, সে ট্রাম্পের একাউন্ট কিছু সময়ের জন্য বন্ধ করে দিয়েছিল। একই সাথে ২০১৯ সালে, টুইটারের কিছু সাবেক কর্মীদের বিরুদ্ধে সৌদি আরবের বিভিন্ন ব্যক্তিগত একাউন্টের ডেটায় নজরদারি করায়, মামলা করে বিচার বিভাগ।

এই হ্যাক নিয়ে Stanford Internet Observatory এর ডিরেক্টর Alex Stamos বেশ কিছু থিউরি দেন তিনি বলেন, ধরানা করা যায় এই হ্যাকিংটি হয়েছে টুইটারের অভ্যন্তরীণ সিস্টেম ব্যবহারের মাধ্যমেই, যেখানে একাউন্ট গুলোতে পাসওয়ার্ড দিয়ে ঢুকা হয় নি।

তিনি আরও বলেন, এটি আরও ভয়াবহ হতে পারতো, তবে আমরা ভাগ্যবান যে এর চেয়ে বেশি কিছু তারা করে নি।

-
টেকটিউনস টেকবুম - ২৬ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস