গোপনে কয়েক লক্ষ মোবাইল অ্যাপের ডেটা ব্যবহারের জন্য মামলা করা হয়েছে Google এর বিরুদ্ধে

গুগল কয়েক লক্ষ মোবাইল অ্যাপ দিয়ে প্রতিনিয়ত ইউজারদের এক্টিভিটি রেকর্ড করছে। নির্দিষ্ট অ্যাপ গুলোতে মনিটরিং অফ রাখার পরেও গুগল সেখান থেকে ডেটা কালেক্ট করেছে, এমন অভিযোগে সম্প্রতি মামলা করা হয় কোম্পানিটির বিরুদ্ধে।

San Jose এর একটি মার্কিন জেলা আদালতে গুগল এর বিরুদ্ধে মামলাটি করা হয়। অভিযোগ উঠে তারা California Privacy Law  অমান্য করছে। রাইড শেয়ারিং অ্যাপ সহ ইউজারদের প্রতিদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ  গুলোতে গুগলের একাউন্ট সেটিং থেকে "Web & App Activity" এবং ট্র্যাকিং অফ করে দেওয়ার পরেও তারা ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগটিতে বলা হয়ে গুগল এই ধরনের কাজ করছে তাদের Firebase প্রোগ্রামের মাধ্যমে৷ এখানে উল্লেখ্য, Firebase এমন এক ধরনের প্রোগ্রাম যা বিভিন্ন অ্যাপ ডেভেলপাররা ব্যবহার করে। এর মাধ্যমে যেকোনো অ্যাপ এর ডেটা গুলো স্টোর হতে, প্রয়োজনীয় নোটিফিকেশন দিতে ব্যবহৃত হয় যা ইউজারের বিভিন্ন ক্লিক এবং আচরণকে ফলো করে। সাধারণভাবে Firebase অ্যাপ এর অভ্যন্তরে কাজ করে যা ইউজাররা দেখতে পায় না।

মামলায় আরও দাবী করা হয় গুগলের নির্দেশনা মেনে মনিটরিং অফ করা হলেও এটি প্রকৃত পক্ষে অফ হয় না। গুগল পরবর্তীতে Firebase এর ডেটা গুলো ব্যবহার করে টার্গেট কাস্টমারদের বিজ্ঞাপণ দেয়।

মার্চ মাসে একটি রিপোর্ট বলা হয় Firebase এর মাধ্যমে আসলেই কি গুগল ডেটা কালেক্ট করে বিজ্ঞাপণে ব্যবহার করছে, এটি ভাল ভাবে খতিয়ে দেখা হচ্ছে।

গত মাসে Boies Schiller Flexner দাবী করেছিল গুগল ক্রোমের Incognito Mode মুড ব্যবহার করলেও ইউজারদের ডেটা গুগলের কাছে স্থানান্তরিত হয়। যদিও গুগল এ বিষয়ে প্রতিবাদ করেছিল।

-
টেকটিউনস টেকবুম - ২৫ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস