COVID-19 মহামারীতে বিশ্বজুড়ে Airbnb এর আয় বিলুপ্তির পথে। স্বল্পমেয়াদী এই এই ট্যুর রেন্টাল প্লাটফর্মটি সম্প্রতি তাদের গেস্টদের অনুদান দেবার অনুরোধ করেছে। মহামারীতে বিশ্বব্যাপী ভ্রমণ কমে যাওয়ায় কোম্পানিটির কয়েক বিলিয়ন ডলার আয় বন্ধ হয়ে গেছে।
সম্প্রতি Airbnb একটি নতুন টুল তৈরি করেছে Kindness Cards নামে। যাতে গেস্টদের ডোনেশন দিতে উৎসাহিত করা হচ্ছে। এর হোস্টদের জন্য এই অনুদানের আমন্ত্রণ জানাচ্ছে কোম্পানিটি।
Airbnb এর মুখ পাত্র জানান যে নতুন এই টুলটি আমাদের গেস্টদের ডোনেশনে উৎসাহিত করার একটি প্রচেষ্টা।
তিনি তার বক্তব্যে বলেন, " পারস্পারিক সংযোগ আবার পুনরুদ্ধার করতে আমরা নতুন একটি ফিচার ডেভেলপ করেছি, যেখানে গ্রাহকরা আমাদের হোস্ট গুলোকে ভার্চুয়াল কার্ডের মাধ্যমে উৎসাহ বার্তা পাঠাতে পারবে এবং চাইলে আর্থিক ভাবে সহায়তা করতে পারবে।
Airbnb এর এমন উদ্যোগে সমালোচনার ঝড় উঠেছে টুইটারে। অনেকে বলছে, এই মহামারীতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের হোস্টদের আর্থিক ভাবে সহায়তা করা আমাদের দায়িত্ব নয়।
অন্যদিকে হোস্টরাও Airbnb এর প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। তারা জানায় মহামারীর শুরুতে তাদের বাতিলকরণ নীতির জন্য তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। Airbnb কিছুদিন আগে তাদের হোস্টদের এই ক্ষতি বাবদ ২৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে বলে জানিয়েছিল।
একই ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানিটির মেগা হোস্টরাও যারা আগে থেকে ভাড়ার জন্য সম্পত্তি কিনে রেখেছিল।
সমালোচকরা দাবী করছে মহামারীর ফলে Airbnb আর্থিক ভাবে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুষিয়ে নেবার জন্যই তারা নতুন এই টুলটি বা ফিচারটির উদ্ভাবন করেছে।
-
টেকটিউনস টেকবুম - ২৫ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।