আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বড় ধরনের একটি সমস্যার সমাধান করবে, Bindu Reddy এর স্টার্ট-আপ Abacus.Ai
Amazon ওয়েব সার্ভিস এবং গুগলের সাবেক ইঞ্জিনিয়ার Bindu Reddy, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরও ব্যবহার উপযোগী করতে Abacus.Ai নামে নতুন একটি স্টার্ট-আপ চালু করেছে। এর মাধ্যমে কোম্পানি গুলো ছোট টিমের মাধ্যমে কম ডেটা দিয়েও সহজেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে পারবে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বৈষম্য বিষয়টি গত কয়েক মাস ধরেই আলোচনায় ছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সফটওয়্যার বা ডিভাইসের ট্রেনিং গুলোতে প্রায়ই বৈষম্য দেখা দেয়। যেমন কোন ফেসিয়াল রিকগনিশন ডাটায় যদি সাদা চামড়ার মানুষ বেশি থাকে তবে এটি পরবর্তীতে কৃষ্ণাঙ্গদের ডিটেক্ট করতে পারে না। একই সাথে ভয়েস কমান্ড দেয়া ডিভাইস গুলোকে যদি পুরুষের ভয়েস দিয়ে ট্রেনিং দিয়া হয় তাহলে তা নারী কণ্ঠ অনেক সময় ধরতে পারে না।
আর এই ধরনের বৈষম্য দুর করতেই টিম তিনটি এলগোরিদম সহ একটি Open Source Library তৈরি করেছে।
নতুন এই প্রোডাক্ট Abacus.Ai, সবমিলিয়ে ১৩ মিলিয়ন ডলারের অর্থায়ন পেয়েছে। কোম্পানিটি তাদের সূচক পার্টনার Mike Volpi কে এর পরিচালনা পর্ষদের যুক্ত করেছে একই সাথে যুক্ত করেছে গুগলের প্রতিষ্ঠাতা বোর্ডের সদস্য Ram Shriram কে।
Bindu Reddy জানান যে নতুন এই ওপেন সোর্স প্রোগ্রামটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বৈষম্য গুলো দুর করতে সাহায্য করবে।
তিনি তার বক্তব্যে বলেন, "আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সব চেয়ে বড় সমস্যাটি হচ্ছে এর পক্ষপাতিত্ব মূলক আচরণ। যদি ডিভাইস প্রশিক্ষণে টুল ব্যবহার করা হয় তাহলে এই ধরনের কোন পক্ষপাতিত্ব থাকবে না। তিনি আরও জানান টুলটির মধ্যে বয়স, লিঙ্গ, জাতি অনুযায়ী বিভিন্ন কার্যকরী যুক্ত করা হয়েছে যাতে কোন বৈষম্য থাকবে না"।
Amazon, Microsoft এবং IBM এর মত কোম্পানি গুলোতে কয়েক মাস যাবত আলোচিত বিষয় ছিল বর্ণ বৈষম্য। যেখানে এই ধরনের বৈষম্য তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলোতেও দেখা যায়।
এই বর্ণ বৈষম্যের দিকে ইঙ্গিত দিয়ে Bindu Reddy বলেন এমন ঘটনা নতুন নয় তবে এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় একটি বিপ্লব এর নাম Abacus.Ai। যেকোনো কোম্পানি যদি পক্ষপাতিত্ব মুক্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে চায় তাহলে আমাদের প্রযুক্তি ব্যবহার করতে পারে।
তিনি বিশ্বাস করেন এলগরিদম গত বৈষম্য রোধ করতে মানুষকে এখন নতুন পথ অবলম্বন করতে হবে।
নতুন এই স্টার্ট-আপটি একই সাথে Financial Planning, Sales, Marketing, Security ইত্যাদি ক্ষেত্রেও পক্ষপাতিত্ব দুর করতে সাহায্য করবে। তারা ইতিমধ্যে ১৫, ০০ জন লোকের মাধ্যমে তাদের Template গুলো পরীক্ষা করে দেখছে।
Bindu Reddy জানিয়েছেন তাদের সেবা আরও বাড়ানোর জন্য এবং এই ধরনের গবেষণা করার জন্য তারা ভবিষ্যতে বিনিয়োগ আরও বাড়াবে।
-
টেকটিউনস টেকবুম - ২৫ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।