ট্যাক্স সফটওয়্যারে ম্যালওয়্যার সেট করে রেখেছে চীনের মালিকানাধীন কোম্পানি

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

জুনে Trustwave সর্বপ্রথম রিপোর্ট করে, Aisino আইটি ফার্মটি তাদের ট্যাক্স সফটওয়্যারে ম্যালওয়্যার সেট করে রেখেছে। যার ৪৮% স্টক এর মালিক চীন।

এই তথ্য প্রকাশ পাবার পর শত শত কোম্পানি এই সফটওয়্যার এর সমস্যা গুলো জানাতে শুরু করে। জানা যায় ২০১৮ সাল থেকে এই সফটওয়্যারটিতে ম্যালওয়্যার স্থাপন করা হয়। এবং যা ব্যবহার করে আমেরিকা বা অন্য কোথাও বসে হ্যাকাররা প্রশাসনিক সিস্টেম গুলো নিয়ন্ত্রণ করতে পারবে বলে জানায়।

Trustwave এর ভাইস প্রেসিডেন্ট Brian Hussey বলেন, আমি যতদূর জানি চীনের সাথে বাণিজ্য করে এমন সকল দেশ এই ট্যাক্স সফটওয়্যারটি ব্যবহার করে। এটি একটি বেইস লেভেলের ট্যাক্স সফটওয়্যার যাতে টপ লেভেল এক্সেস অধিকার দেয়া থাকে।

তিনি আরও বলেন, আমরা নিশ্চিত নই কেন চীন গোপনে তথ্য গুলো ব্যবহার করছে তবে বলা যায় তারা সিস্টেম এক্সেস পাবার জন্যই এমনটি করছে।

এই ব্যাপারে Aisino কে প্রশ্ন করা হলে এখনো তারা এর কোন জবাব দেয় নি।

জুন মাসে Trustwave খেয়াল করে একটি কম্পিউটার প্রোগ্রাম সন্দেহ জনক ভাবে ইউজারের বিভিন্ন তথ্য চীনের একটি ডোমেইনে পাঠাচ্ছে। এর পর তারা এটি নিয়ে গবেষণা শুরু করে।

Trustwave বলে, যখন চীন বুঝতে পেরেছিল তাদের কোড দৃশ্যমান হয়ে গেছে তখন তারা কোড গুলো রিমুভ করে দেয়। এবং তাদের কোড গুলো হাইড করার চেষ্টা করে।

এর পর যখন বিভিন্ন কোম্পানি গবেষকদের সাথে এই সফটওয়্যার এর অদ্ভুত আচরণ গুলো সম্পর্কে কথা বলে তখন এই ম্যালওয়্যার এর বিষয়টি পরিষ্কার হয়ে যায়।

Trustwave এর একজন বিশেষজ্ঞ জানায়, আমরা আমাদের গবেষণা ২৫ জুন প্রকাশ করেছি এবং আমাদের কাছে কয়েকশো কোম্পানি যোগাযোগ করেছিল এই গবেষণাটি করার জন্য।

তারা জানায় যুক্তরাষ্ট্রে চীনের ভাইরাস ইফেক্ট পিসি পাঠানো অনেকটা ট্রোজান হর্স এর মত।

কোম্পানি গুলোকে এই ধরনের ট্যাক্স সফটওয়্যার গুলো রিমুভ করে দেয়ার পরামর্শ দিয়েছে Trustwave এর প্রধানরা।

মার্কিন কর্মকর্তারা অবশ্য বছরের শুরুর দিকেই চীনের কর্পোরেট গুপ্তচরবৃত্তি নিয়ে কোম্পানি গুলোকে কয়েকবার সর্তক করে দিয়েছিল। তারা আগেই জানিয়ে ছিল চীনের সফটওয়্যার গুলোতে গোপনে ভাইরাস বা ম্যালওয়্যার থাকতে পারে।

এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার ওয়ার ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে বিচার বিভাগের এক সম্মেলনে বলেন, চীন তথ্য চুরিতে অপ্রচলিত পদ্ধতি অবলম্বন করছে, কর্পোরেট তথ্যে অনুপ্রবেশ করার চেষ্টা করছে এবং পেশাদার হ্যাকার নিয়োগ দিচ্ছে।

-
টেকটিউনস টেকবুম - ২৫ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস