কারখানার শ্রমিকরা মামলা করেছে Amazon এর বিরুদ্ধে

Amazon এর কারখানার শ্রমিকরা হাত ধোয়ার জন্য অতিরিক্ত সময় না দেয়ার প্রতিবাদে কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছে।

Amazon এর JFK8 Staten Island এর গুদামের তিনজন শ্রমিক জুন মাসে কোম্পানিটির বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ ছিল করোনা ভাইরাসকে ঘিরে তাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক যা তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

একজন বাদী জানিয়েছেন, মার্চে তিনি COVID-19 এ আক্রান্ত হন এবং এক মাসের মধ্যে তার চাচাতো ভাই মারা যায়।

বর্তমানে আরও ছয়জন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে এর মানে দাড়ায় Amazon কর্মীদের যথেষ্ট নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

এ ব্যাপারে Amazon বলে, হাত ধোয়ার বিষয়ে স্বচ্ছ নীতি তৈরি করা আছে।

কিছুদিন আগে Amazon, এক সংবাদ মাধ্যমকে জানায়, কর্মীদের হাত ধুয়ার সময়কে 'Time off task' বা TOT হিসাবে বিবেচনা করবে কিনা তারা এ নিয়ে ভাবছে। 'Time off task' এর মানে হচ্ছে নির্দিষ্ট বিরতির বাইরেও কর্মীদের কাজ থেকে দূরে থাকা।

অনলাইন নিউজ পোর্টালের এক সাক্ষাৎকারে Amazon জানিয়েছিল কর্মীরা যদি অতিরিক্ত সময় ব্যয় করে তাহলে তাদের এ ব্যাপারে জবাবদিহিতা করতে হবে এবং প্রয়োজনে তিরস্কার করা হবে। এবং তাদের উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্যই মূলত এই ধরনের নিয়ম চালু করা হয়েছে বলে জানানো হয়।

কর্মীদের এই ধরনের মামলায় Amazon এর আইনজীবী জানায়, তাদের শ্রমিকদের একটি ইমেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে তাদের হাত ধোয়ার সময়টাকে 'Time off task' হিসাবে গণ্য করা হবে না এমনকি এই টিউনার তাদের বাথরুম গুলোতেও লাগিয়ে দেওয়া হয়েছিল।

কিন্তু মামলা করা কর্মীরা জানায়, আমরা প্রথম এই ধরনের কথা শুনছি এর আগে আমাদের এই পলিসির ব্যাপারে অভিহিত করা হয় নি।

তারা এক প্রজ্ঞাপনে বলে, "আজ অবধি, আমাজনের কোনও পরিচালক বা তত্ত্বাবধায়ক আমাদের বিজ্ঞপ্তি দেয়নি যে Amazon তার 'Time off task' এবং মোট উৎপাদনশীলতা নীতি পরিবর্তন করেছে"।

কর্মীরা আরও জানায়, যারা তাদের কাজ প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে তারা কখনো তাদের এটা অভিহিত করে নি যে হাত ধোয়ার জন্য তাদের আলাদা সময়ের বরাদ্দ করা আছে।

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত Amazon কোন বিবৃতি দেয় নি বা কথা বলতে চায় নি।

JFK8 Staten Island এর কারখানাটি হচ্ছে সেই কারখানা যেখানে কর্মচারী প্রতিবাদে Christian নামে একজন শ্রমিক কে বরখাস্ত করা হয়েছিল। তবে Amazon বলেছিল কোয়ারেন্টাইন ভাঙ্গার জন্য তাকে বহিষ্কার করা হয়েছে।

-
টেকটিউনস টেকবুম - ২৫ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস