জানা গেছে Amazon তাদের গুদাম শ্রমিক এবং তাদের পরিবারের জন্য যুক্তরাষ্ট্রের পাঁচটি শহরে স্বাস্থ্যসেবা ক্লিনিক চালু করছে।
ক্লিনিক গুলোতে প্রাথমিক চিকিৎসা, মেডিকেশন প্রেসক্রিপশন এবং বিভিন্ন টিকা অন্তর্ভুক্ত করা হবে। ক্লিনিক গুলো পরিচালিত হবে Crossover Health দ্বারা। Crossover Health, একটি স্টার্ট-আপ যা Apple, Facebook, এবং LinkedIn এর মত কোম্পানি গুলোর Onsite Clinic পরিচালনা করত।
সংস্থাটি ঘোষণা করেছিল তাদের পাইলট প্রোগ্রামটি ডালাস-ফোর্ট ওয়ার্থ মেট্রো অঞ্চলে এর প্রথম ক্লিনিক চালু করবে, যেখানে অ্যামাজনের ২০, ০০০ এরও বেশি কর্মচারী বাস করে। যার মধ্যে ১১, ০০০ জন অপারেশন কর্মচারী। পাইলট প্রোগ্রাম বাকী ক্লিনিকগুলি আগামী কয়েক মাসের মধ্যে ফিনিক্স, লুইসভিলে, ডেট্রয়েট এবং ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো-মোরেনো ভ্যালি এলাকায় স্থাপন করা হবে।
কোম্পানিটির এক মুখপাত্র বলেন, মহামারীর আগে থেকেই এই প্রোগ্রামটির কাজ চলছে এবং এই ক্লিনিক গুলোতে COVID-19 সংক্রান্ত কোন সেবা দেয়া হবে না।
ক্লিনিক গুলোর কার্যক্রম সফল ভাবে বাস্তবায়িত হলে ২০২১ সালের দিকে আরও ক্লিনিক স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এই নতুন কর্মসূচিটি আসে অক্টোবরে তাদের অন্যতম পাইলট প্রোগ্রাম Amazon Care বাস্তবায়নের পর। Amazon Care এর মাধ্যমে এর কর্মীদের ভিডিও কলের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হতো।
একটি সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে, এর কর্মীরা দাবী করছে তাদের গুদাম গুলো একেকটা করোনা ভাইরাসের প্রজনন কেন্দ্র, যে পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখা অসম্ভব। তারা আরও বলেছে কমিউনিটি বাচাতে এবং COVID-19 সংক্রমণ রোধে Amazon যথেষ্ট পরিমাণে কাজ করছে না।
জুনের শুরুর দিকে CNBC জানিয়েছিল, সংস্থাটি প্রতি সপ্তাহে এই রোগের জন্য তার বেশিরভাগ গুদাম কর্মীদের পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে। Amazon জানিয়েছে যে তারা ২০২০ সালে কর্মচারীদের করোনা ভাইরাস পরীক্ষায় ১ বিলিয়ন ডলার ব্যয় করবে বলে পরিকল্পনা করছে একই সাথে তাদের গুদাম শ্রমিক এবং তাদের পরিবারের জন্য যুক্তরাষ্ট্রের পাঁচটি শহরে স্বাস্থ্যসেবা ক্লিনিকও চালু করবে।
-
টেকটিউনস টেকবুম - ২৪ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।