সম্প্রতি জানা যাচ্ছে Mircosoft তাদের msn এর সম্পাদকীয় টিম থেকে আরও বেশি লোকদের ছাটাই করছে।
কোম্পানিটি জুনে বিশ্বের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যম msn এর এডিটরিয়াল টিম অনেক কর্মীকে ছাটাই করেছে। তারা তাদের সংবাদ বাছাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে আর এজন্যই এমন ঘটনা ঘটছে বলে জানা যায়। ঘটনাটি কাছ থেকে দেখা অনেকে দাবী করে এর প্রভাব পড়েছে প্রায় অর্ধশত কন্সট্রাকটরের উপর।
একটি অনলাইন নিউজ পোর্টাল রিপোর্ট করে, কোম্পানিটি কয়েকজন প্রবীণ কর্মী সহ অনির্দিষ্ট সংখ্যক ফুল টাইম কর্মীদের msn এর একই ইউনিট থেকে বাদ দিয়েছে।
তবে Mircosoft এখনো এ ব্যাপারে পরিষ্কার কোন বক্তব্য পেশ করে নি।
Mircosoft সাধারণত পহেলা জুলাই এর নতুন অর্থবছর শুরু আগে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। এর আগে ২০১৭ সালেও Cloud Computing এর গুরুত্ব দিয়ে কয়েক হাজার কর্মীকে প্রতিষ্ঠান থেকে বাদ দিয়েছিল।
এই বছর ৩০ শে জুন Mircosoft এর অর্থবছর শেষ হবার আগে তাদের সকল ফিজিক্যাল রি-টেইল লোকেশন এবং ভিডিও স্ট্রিমিং সার্ভিস Mixer বন্ধের পরিকল্পনা করে।
-
টেকটিউনস টেকবুম - ২৩ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।