দুই সপ্তাহ সাসপেন্ড থাকার পর খুলে দেয়া হল ট্রাম্পের Twitch একাউন্ট

টিউন বিভাগ টেকটিউনস টেকবুম
প্রকাশিত
জোসস করেছেন

দুই সপ্তাহ সাসপেন্ড থাকার পর ট্রাম্পের Twitch একাউন্টটি গত সোমবার পুনরায় চালু করা হয়েছে।

Twitch এর এক প্রতিনিধি গত ২৯ জুন জানায় ট্রাম্পের একাউন্টটি তাদের পলিসি ভঙ্গ করেছে, এক বিবৃতিতে তিনি বলেন, " আমাদের পলিসি অনুযায়ী Twitch স্ট্রিমে একটি মন্তব্য করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প এর Twitch চ্যানেলে অস্থায়ী স্থগিতাদেশ জারি করা হয়েছে এবং আপত্তিজনক বিষয়বস্তু সরানো হয়েছে"

Amazon এর মালিকানাধীন Twitch ট্রাম্পের প্রচারণা মূলক বক্তব্যে আপত্তিকর আচরণের দুটি উদাহরণ দিয়েছে।

প্রথমটি এসেছিল ২০১৫ সালের একটি সমাবেশ থেকে৷ সমাবেশটিতে ট্রাম্প তার ভাষণে বলছিল, " মেক্সিকো যখন তাদের লোক পাঠাচ্ছিল তখন তারা ভাল কাউকে পাঠায় নি, তারা এমন লোকদের পাঠিয়েছিল যাদের অনেক সমস্যা ছিল। তারা মাদক নিয়ে আসছে, তারা অপরাধ নিয়ে আসছে, তারা ধর্ষক নিয়ে আসছে কিন্তু আমি ধরে নিচ্ছি তারা ভাল"।

আরেকটি উদাহরণ দেয় সম্প্রতি টেসলাতে ট্রাম্পের প্রচারণা নিয়ে। সেখানে একটি বক্তব্যে ট্রাম্প বলেছিল, " তখন ১ টা বাজে, সেটা ছিল অনেক কঠিন আমি এখানে 'hombre'  শব্দ ব্যবহার করব যে কিনা এক যুবতি মহিলার জানালার কাচ ভাঙছে যার স্বামী সেলসম্যানের কাজে বাইরে আছে, সে যখন ৯১১ এ কল দেয় অপর পাশ থেকে ভেসে আসে এই নাম্বারটি এখন কাজ করে না"।

সোমবার বিকেল নাগাত ট্রাম্পের একাউন্টে কোন প্রচার সমাবেশ ভিডিও পাওয়া যায় নি।

ভবিষ্যতে আবার ট্রাম্পের চ্যানেল একই কাজ করলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়া হবে এটি পরিষ্কার না করলেও এক প্রতিনিধি জানিয়েছেন, অন্য যেকোনো ব্যবহারকারীদের মত রাজনৈতিক ব্যক্তিদেরও অবশ্যই Twitch এর শর্তগুলো মানতে হবে। আমরা রাজনৈতিক বা সংবাদ যোগ্য কোন কন্টেন্টে এর ব্যতিক্রম করি না, আমাদের বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সবসময় একই পদক্ষেপ নেয়া হবে।

যদিও বর্তমানে এর মত সোশ্যাল মিডিয়া গুলো রাজনৈতিক বক্তব্য নিয়ন্ত্রণ নিয়ে বিপাকে আছে এবং Facebook বরাবরই ট্রাম্পের বক্তব্যকে নিয়ন্ত্রণ করা অস্বীকার করেছে।

একই ধরনের বিতর্কিত টিউন ফেসবুক টুইটারেও ট্রাম্প করেছিল যেখানে Twitter এটিকে Flagged করেছিল কিন্তু Facebook এ ব্যাপারে কিছু বলে নি। যেখানে Twitter এই বক্তব্যটি নীতি-লঙ্ঘন করেছে বলে উল্লেখ্য করে সেখানে ফেসবুক এই বক্তব্যের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নি। এমনকি Mark Zuckerberg বলেন এই বক্তব্যটি তাদের কমিউনিটির রুল ভঙ্গ করে নি। আর এর প্রতিবাদে বড় বড় বিজ্ঞাপণী সংস্থা গুলো Facebook থেকে তাদের বিজ্ঞাপণ তুলে নিয়েছিল এবং অনেক কর্মীরাও এ ব্যাপারে প্রতিবাদ করে।

সম্প্রতি Reddit জানায় তারা, r/The_Donald, ট্রাম্প বাদী ফোরাম সহ আরও ২০০০ এর বেশি ফোরামকে ব্যান করেছে যারা প্রতিনিয়ত হয়রানি, বিদ্বেষমূলক বক্তব্য করে আসছিল।

Reddit এর CEO, Steve Huffman বলেন, আমরা r/The_Donald কে ব্যান করেছি কারণ এই কমিউনিটি নিয়মিত ভাবে আমাদের নিয়ম ভঙ্গ করে আসছিল। Reddit এর সকল কমিউনিটির উচিৎ কন্টেন্ট পলিসি সৎভাবে মেনে চলা।

-
টেকটিউনস টেকবুম - ২৩ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস