গত সোমবার Google এর CEO Sundar Pichai জানায়, বৃহৎ এই টেক কোম্পানিটি ভারতের স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
গুগল এবং Alphabet এর CEO বার্ষিক Google for India ইভেন্টে এই ঘোষণা দিয়েছেন। তিনি আরও জানান পরবর্তী পাঁচ বা সাত বছর ধরে এই বিনিয়োগটি চলবে।
প্রধান নির্বাহী Sundar Pichai এর মতে Google চারটি মূল ক্ষেত্রে এই বিনিয়োগটি করবে যেমন, ভাষা ভিত্তিক তথ্য স্থানীয়করণ, স্থানীয় পণ্য ও সেবা, ব্যবসায়িক ক্ষমতায়নে প্রযুক্তি এবং AI এর ব্যবহার।
কোম্পানিটি জানিয়েছে তারা প্রথমে, হিন্দি, তামিল, পাঞ্জাবি সহ সকল ভাষার ভারতীয় ব্যক্তি যাতে সহজেই তথ্য ব্যবহার করতে পারে এটি নিশ্চিত করবে।
দ্বিতীয়ত ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী নতুন প্রোডাক্ট এবং সেবা তৈরি করবে।
Google আরও জানায় কৃষি, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে প্রযুক্তি এবং AI ব্যবহার করবে যাতে করে তারা ব্যবসায় ক্ষমতায়নে সামনের দিকে এগিয়ে যাবে। Pichai বলেন, স্বাস্থ্য ও শিক্ষা থেকে শুরু করে কৃষি, শিল্প খাতগুলিতে গুগল, সামাজিক কল্যাণের জন্য প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের পরিকল্পনা আগে থেকেই করছিল।
তিনি বলেছিলেন, "আজ, ভারতে এবং বিশ্বজুড়ে আমরা একটি কঠিন মুহূর্তের মুখোমুখি হয়েছি। "আমাদের স্বাস্থ্য এবং অর্থনীতির দ্বৈত চ্যালেঞ্জে কীভাবে কাজ করব এবং কীভাবে জীবনযাপন করব তা নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে বাধ্য হয়েছি। আমাদের লক্ষ্য ভারত শুধু পরবর্তী উদ্ভাবনের সুবিধাই ভোগ করবে না তারা নেতৃত্বও দেবে"।
Google ভারতের ২২, ০০০ স্কুলের ১ মিলিয়নেও বেশি শিক্ষকে সহয়তা করতেও আশাবাদ ব্যক্ত করে। সম্প্রতি ফেসবুক কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাথে অংশীদারত্বের ঘোষণা দেয়ার পর গুগলও তাদের সাথে অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আর এই পার্টনারশীপটিতেই গুগল শিক্ষকদের সহায়তা করার বিষয়টি তুলে ধরে। একই সাথে Kaivalya Education Foundation এ ৭০০, ০০০ শিক্ষকের প্রশিক্ষণের জন্য ১ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন এই বৃহৎ টেক কোম্পানিটি।
স্বল্প-আয় সম্প্রদায়ের শিশুদের মান সম্মত ও উন্নত শিক্ষাদানের জন্য শিক্ষকদের অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
গুগলের ভারত এবং দক্ষিণ এশিয়ার মার্কেটিং প্রধান Sapna Chadha, ভারতের স্থানীয় ভাষা শিক্ষায় গুগলের প্রচেস্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, গত কয়েক বছর ধরে গুগলের জনহিতকর উদ্যোগ Google.org, স্থানীয় ভাষায় কন্টেন্ট তৈরিতে এ ১২ মিলিয়ন ডলার ব্যয় করেছে।
-
টেকটিউনস টেকবুম - ২৩ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাহ সুন্দর! আমাদের দেশেও করুক।