ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মটি বাতিলে, Harvard এবং MIT এর করা মামলায় সমর্থন দিয়েছে বড় বড় টেক কোম্পানি গুলো

বড় বড় টেক কোম্পানি গুলো ফেডারেল আদালতকে ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মটি বাতিল করার অনুরোধ করছে। তারা বলছে এটি অনেক বিদেশী শিক্ষার্থীকে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে বাধ্য করবে, তারা আরও জানায় এর মাধ্যমে ব্যবসায়ের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।

এই বিধি অনুযায়ী শিক্ষার্থীদের ভিসার জন্য In-Person Teaching দরকার হবে৷ এর মানে হচ্ছে বিদেশি শিক্ষার্থী, যাদের বিশ্ববিদ্যালয় গুলো Fall এ In-Person ক্লাস নেবে না তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করা হবে। এই আইনটি নিষিদ্ধ করার জন্য, Harvard এবং MIT বিশ্ববিদ্যালয় মামলা দায়ের করে এবং বিশ্ববিদ্যালয় গুলোর প্রশাসন বলে, অর্থনৈতিক প্রভাব বিবেচনা না করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ঘটনায় আরও ৬০ টি বিশ্ববিদ্যালয়ও  উদ্বেগ প্রকাশ করেছে।

Facebook, Google, Microsoft, Spotify, PayPal এর মত আরও বড় বড় টেক কোম্পানি গুলো Harvard এবং MIT এর করা মামলাটিতে সমর্থন দিয়ে গত সোমবার একটি কোর্ট সংক্ষেপে স্বাক্ষর করেছে। তাদের দাবী এই আইনটি  তাদের গ্রাহক যেভাবে কমাবে একই সাথে বিশ্ববিদ্যালয় গুলো থেকে সেরা মেধাগুলো তাদের কোম্পানিতে নিয়োগও বাধাগ্রস্ত করবে। সব মিলিয়ে তাদের ব্যবসায়কে এই আইনটি উল্লেখযোগ্য ক্ষতি করবে।

সংক্ষেপটিতে উল্লেখ করা হয়েছে, আমেরিকার ভবিষ্যৎ প্রতিযোগিতা নির্ভরই করে বিদেশী স্টুডেন্টদের মেধার উপর, আবার আজকের বিদেশী শিক্ষার্থীরাই ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত বা উদ্ভাবক হিসাবে তৈরি করার দায়িত্ব নেবে।

Microsoft এর প্রেসিডেন্ট Brad Smith ব্রিফে সাইন করার সম্পর্কে একটি টুইট করেন এবং জানান এই মহামারীতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ব্যাপারে অবশ্যই নমনীয়তা দেখাতে হবে। জানা যায় মাইক্রোসফট এর মালিকানাধীন  LinkedInGitHub একই সাথে এই সংক্ষেপে স্বাক্ষর করেছ।

বিদেশী শিক্ষার্থীদের অভিবাসনকে বাধাগ্রস্ত করে, ট্রাম্প প্রশাসনের এমন নীতিগুলোর বিরুদ্ধে বারবারই কথা বলতে দেখা গেছে প্রযুক্তি নেতাদের। Mark Zuckerberg যিনি সব সময় রাজনৈতিক বক্তব্য এড়িয়ে চলেন তিনিও গুগলের CEO, Sundar Pichai এর সাথে ট্রাম্প এর মুসলিম ইমিগ্রেশন নিষেধাজ্ঞার সমালোচনা করেছিলেন।

-
টেকটিউনস টেকবুম - ২২ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস