SoftBank গ্রুপ তাদের Arm Holdings বিক্রি করে দেবে নাকি ব্রিটিশ এই চিপ ডিজাইন কোম্পানিটিকে পাবলিক কোম্পানি হিসাবে নিয়ে নিবে সেটা নিয়ে ভাবছে।
SoftBank তাদের সেমিকন্ডাক্টর ডিজাইন ফার্মের জন্য বিকল্প অপশন খুঁজছে। কোম্পানিটি চারবছর আগে ৩২ বিলিয়ন ডলারের বিনিময়ে Arm Holdings কিনে ছিল। শুনা যাচ্ছে, WeWork এর কুখ্যাত IPO প্ল্যান থেকে সড়ে আসার পরও SoftBank তার নড়বড়ে উপার্জনকে অব্যাহত রেখেছে। কোম্পানিটি সম্প্রতি তাদের T-Mobile এর মালিকানাও কিছুটা বিক্রি করে দেয়।
একটি রিপোর্টে উঠে এসেছে, জাপানিজ কোম্পানিটি তাদের Arm Holdings এর অপশন গুলো পর্যালোচনা করার জন্য Goldman Sachs নিয়োগ করেছে।
শক্তি-সাশ্রয়ী চিফ উদ্ভাবনের মাধ্যমে, arm নিজেকে টেকনোলজি পাওয়ার-হাউস হিসেবে আত্মপ্রকাশ করিয়ে ছিল। যা মোবাইল মার্কেটে ব্যাপক ভাবে ব্যবহৃত হয় এবং অন্যতম সেমিকন্ডাক্টর উৎপাদনকারী Intel কেও ছাড়িয়ে যায়।
arm এর সবচেয়ে বড় অর্জন ছিল গত মাসে, Apple ঘোষণা দেয় তারা Intel এর পরিবর্তে তাদের ম্যাক-বুকে arm ব্যবহার করবে এবং arm ভিত্তিক Architecture ব্যবহার শুরু করবে।
আর বর্তমানে arm এর এই রকম চাহিদা দেখেই SoftBank বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে।
-
টেকটিউনস টেকবুম - ২২ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।