Tesla তাদের Model Y এর দাম কমিয়েছে এবং এখন এই মডেলটির দাম শুরু হবে ৫০, ০০০ ডলারের কম থেকে, সাথে সাথে পারফরম্যান্স ভার্সনও আপডেট করা হয়েছে।
মাত্র তিন মাস আগে বাজারে আসার Tesla এর latest গাড়ি Model Y এর দাম ৩, ০০০ ডলার কমিয়ে ফেলা আসলেই আশ্চর্যের বিষয়।
বাজারের আসার শুরু থেকে Model Y এর দুটি ভার্সন ছিল, Long Range Dual Motor AWD এবং Performance।
এর মধ্যে Performance ভার্সনে “Performance Package” সহ এবং ছাড়া দুই টাই এভেইলেবল ছিল। তবে “Performance Package” যে অতিরিক্ত ফিচার গুলো দিয়েছিল সেগুলো হল,
এই কনফিগারেশনটি তাদের Model 3 Performance ভার্সনের মতই। এবং তাদের মুল ভার্সন এর দাম ৪৯, ০০০ ডলারে নামিয়ে এনেছে। মার্চে তাদের electric SUV ভার্সন নিয়ে আসলে এই ভার্সনের দাম ৫২, ০০০ ডলার থেকে ৪৯, ০০০ ডলারে কমে আসে।
বর্তমানে তাদের Model 3 ভার্সনটি Model Y থেকে মাত্র ৩০০০ ডলার কমেই পাওয়া যাচ্ছে। কিন্তু তারা জানায় নি কেন নতুন ভার্সনটি দাম কমিয়েছে।
এই বিষয়টিতে আবার উঠে এসেছে কেন Tesla এর নতুন বাহন গুলো আগে কেনা উচিৎ নয়। প্রথম দিকের গাড়ি গুলোতে কোয়ালিটি ইস্যু থাকার পাশাপাশি কিছু দিন পর পারফরম্যান্স আরও উন্নত করে তাদের দাম ও কমিয়ে ফেলা হয়। প্রায় একই ধরনের বৈশিষ্ট্য অন্য প্রতিষ্ঠান গুলোর Dealer মডেল গুলোতে দেখা যায়।
ডিলাররা প্রথম দিকের গাড়ি গুলোতে প্রিমিয়াম প্রাইজ ধার্য করে। কিন্তু Tesla ডিলার থেকে আরও ভাল হবার চেষ্টা করছে এবং তারা পুরো ডিস্ট্রিবিউশন সিস্টেম এর মালিক হওয়াতে তারা ধারাবাহিক ভাবে দাম কমাতে পারে।
দিন শেষে সুখবর হচ্ছে Model Y এর দাম আগে থেকে কমেছে এবং আরও বেশি মানুষ এটি ব্যবহার করার সুযোগ পাচ্ছে।
যাই হোক, আশা করা যায় Long Range AWD ভার্সনের দাম কমানো থেকে RWD Standard Range Plus ভার্সন বাজারে নিয়ে আসা বেশি প্রভাব বিস্তার করবে।
"Tesla এখন প্রশংসাযোগ্য সম্পত্তি", Elon Musk এর এই দাবীকে সত্য প্রমাণ করতে Tesla তাদের FSD এর বেশি অর্ডার অনুযায়ী দাম আরও বাড়াতে যাচ্ছে।
-
টেকটিউনস টেকবুম - ২০ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।