গত মাসে ভারতের বাজারে চলে এসেছে Xiaomi Mi Notebook 14 Series এর ল্যাপটপ। যদিও এর আগে কয়েকবার নির্দিষ্ট সময়ের জন্য ল্যাপটপ গুলোর ফ্ল্যাশ-সেলের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এখন ল্যাপটপ গুলো ক্রয়ের জন্য পুরোপুরি ভাবে বাজারে নিয়ে আসা হয়েছে। ল্যাপটপ গুলো দিয়ে তৈরি। ল্যাপটপ গুলো 10th Gen Intel Core Processor দিয়ে তৈরি।
Mi Notebook 14 এর 8GB + 256GB স্টোরেজের ল্যাপটপটির দাম ধরা হয়েছে ৪১, ৯৯৯ রুপি এবং 512GB স্টোরেজ মডেলটির দান ধরা হয়েছে ৪৪, ৯৯৯ রুপি। পরবর্তীতে এটি Nvidia GeForce MX250 GPU এর সাথেও পাওয়া যাবে এবং দাম নির্ধারণ করা হবে ৪৭, ৯৯৯ রুপি। বর্তমানে এটি শুধুমাত্র Silver কালারে পাওয়া যাচ্ছে।
Display | 14-inch (1920 x 1080) FHD anti-glare |
Processor | 10th gen Intel Core i5 |
Graphics | Intel UHD Graphics NVIDIA GeForce MX250 |
RAM | 8GB DDR4 |
Storage | 256GB SSD 512GB SSD |
OS | Windows 10 Home |
Camera | Mi Webcam HD (Bundled) |
Audio | Stereo speakers with DTS Audio Processing |
I/O | 1 x USB Type-C, USB 3.1 x 2 HDMI 1.4b, charging port, 1 x USB 2.0, 3.5mm audio jack |
অন্যদিকে Mi Notebook 14 Horizon Edition টি 10th generation Core i5 Processor এবং Regular SSD এর সাথে বাজারে এসেছে, দাম ধরা হয়েছে ৫৪, ৯৯৯ রুপি। 10th Generation Core i7 Processor এবং NVMe SSD এর সাথে এর অন্য মডেলটির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯, ০০০ রুপি। বর্তমানে এটি শুধুমাত্র Grey কালারে পাওয়া যাচ্ছে।
Display | 14-inch Full HD (1920 x 1080) 16:9 aspect ratio 91 % screen-to-body ratio 178° wide-viewing angle |
Processor | Intel Core i5-10210U Intel Core i7-10510U |
Graphics | NVIDIA GeForce MX350 |
RAM | 8GB DDR4 |
Storage | 512GB SSD |
Battery | 46Wh 65W Power Adapter |
Ports | 1x Type-C USB 3.1 Gen 1 2x Type-A USB 3.1 Gen 1 1x USB 2.0 1x HDMI 1x Combo Audio Jack 1x Charging Port |
Software | Windows 10 Home |
-
টেকটিউনস টেকবুম - ১৮ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।