ফ্রান্সের গেমিং কোম্পানি Ubisoft এ অভ্যন্তরীণ যৌন হয়রানির তদন্ত করার পর এর অন্যতম প্রভাবশালী নির্বাহী এবং কিছু সিনিয়র কর্মীরা প্রতিষ্ঠানটি ত্যাগ করেছে।
Assassin’s Creed এবং Far Cry গেম এর নির্মাতা এবং বিশ্বের অন্যতম বৃহত্তর গেম পাবলিশার কোম্পানি Ubisoft। কোম্পানিটি সম্প্রতি অনলাইনে যৌন হয়রানির অভিযোগ তদন্ত শুরু করে।
Ubisoft, গত রবিবার জানায়, কানাডা শাখার ব্যবস্থাপক Yannis Mallat, হিউম্যান রিসোর্স ডিরেক্টর Cecile Cornet এর সাথে সাথে কোম্পানিটির অন্যতম সৃজনশীল কর্মকর্তা Serge Hascoet সম্প্রতি পদত্যাগ করেছেন। আরও জানা যায়, কানাডায় একাধিক কর্মীর বিরুদ্ধে সম্প্রতি করা অভিযোগ গুলোতে তাদের এখানে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান এবং সাবেক কর্মীরা তাদের ম্যানেজারদের হিংস্র আচরণের নিন্দা করায়, জুলাইয়ের শুরুতে কোম্পানিটির আরও দুইজন নির্বাহী পদত্যাগ করে।
কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহপ্রতিষ্ঠাতা Yves Guillemot বলেন, "কর্মীদের জন্য নিরাপদ কর্ম পরিবেশের গ্যারান্টি দেয়াতে Ubisoft এর দায়বদ্ধতার কমতি দেখা দিয়েছে। এটি কখনোই গ্রহণযোগ্য নয় কারণ আমি মূল্যবোধের প্রশ্নে কখনো আপোষ করি না"। তিনি একই সাথে কোম্পানিটির সুস্থ কর্ম-পরিবেশ বাস্তবায়নে অভ্যন্তরীণ বিপুল পরিবর্তন আনতে প্রতিশ্রুতি-বন্ধ হন।
আরও জানা যায় নতুন স্টাফ অথবা পুরো হিউম্যান রিসোর্স ঢেলে সাজানোর আগ পর্যন্ত কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তাই Serge Hascoet এর দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, সারাবিশ্বে ১৮, ০০০ কর্মী দ্বারা পরিচালিত এবং অন্যতম ভিডিও গেম কোম্পানি Ubisoft এ যৌন হয়রানীর অভিযোগ উঠেছে। গেমস এবং বাস্তব-জীবনে নারীদের প্রতি বিরূপ আচরণে কোম্পানিটি বিশ্বব্যাপী সমালোচিত হয়।
২০১৪ সালে 'Gamergate' গেম নিয়ে প্রথম বিতর্ক তৈরি হয়। সমালোচকরা দাবী করেছিল এই গেমটিতে নারীদের ছোট করে দেখানো হয় যেমন, নারী হত্যা এবং ধর্ষণ ইত্যাদি। যা ই ইন্ডাস্ট্রির সংস্কৃতির সাথে সাংঘর্ষিক এবং সংস্কৃতি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।
-
টেকটিউনস টেকবুম - ১৭ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।