সম্প্রতি জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুক তাদের রাজনৈতিক বিজ্ঞাপণ গুলো ব্ল্যাক-আউট বা বন্ধ করার কথা ভাবছে।
শুক্রবার Bloomberg এর একটি রিপোর্টে বলা হয়েছে, SiliconValley নির্বাচনের আগের দিন গুলোতে সকল ধরনের রাজনৈতিক বিজ্ঞাপণের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারে, যদিও এখনো সংস্থাটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নি। তবে এই নিষেধাজ্ঞা কত দিন স্থায়ী থাকতে পারে এটি নিয়ে কোম্পানিটির মুখপাত্র এখনো মুখ খুলতে চায় নি।
নির্বাচন নিকটবর্তী হবার সাথে সাথে, ফেসবুক তার রাজনৈতিক বিজ্ঞাপণ সম্পর্কিত অবস্থান নিয়ে তীব্র সমালোচিত হয়ে এসেছে। সমালোচক এবং ফেসবুকের বিভিন্ন কর্মীরাও দাবী করছে ফ্যাক্ট-চেক না করে এভাবে বিজ্ঞাপণ জনগণের মধ্যে ভুল তথ্য ছড়িয়ে দিতে পারে। তাছাড়া ট্রাম্পের বিতর্কিত টিউন নিয়ে ইতিমধ্যে বিপাকে আছে ফেসবুক, যেখানে বড় বড় বিজ্ঞাপণী সংস্থা গুলো তাদের বয়কট করেছে।
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিজ্ঞাপণ ব্ল্যাক-আউট ফেসবুকের জন্য প্রথম হবে। যদিও ইতিমধ্যে UK, Spain, এবং Israel সহ অনেক দেশ নির্বচনের জন্য রাজনৈতিক প্রচারণায় বিধিনিষেধ তৈরি করেছে।
ফেসবুক বিষয়টি বিবেচনায় নিলেও এখনো প্রতিশ্রুতি-বদ্ধ হয় নি। ডিসেম্বরের দিকে Washington Post এ রিপোর্ট করা হয়েছিল কোম্পানিটি এই ধরনের ব্ল্যাক-আউট এর কথা ভাবছে তবে সেটি হতে পারে ৭২ ঘণ্টার জন্য। তাছাড়া কিছু পরিবর্তনও আসতে পারে যেমন, একক প্রার্থীর বিজ্ঞাপণে নির্দিষ্ট লিমিট থাকা, নির্দিষ্ট টার্গেটে বিজ্ঞাপণ দেয়া।
এইদিক বিবেচনায় Twitter তাদের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চমৎকার অবস্থান নিশ্চিত করেছিল। তারা অক্টোবর মাসেই রাজনৈতিক প্রচারণা পুরোপুরিভাবে ব্যান করে দেয়।
রাজনৈতিক প্রচারণা পুরোপুরি বন্ধের বিপক্ষে গিয়ে Mark Zuckerberg বলেন, রাজনৈতিক প্রচারণা গুলোর সংবেদনশীলতা বিবেচনা করে আমি সিদ্ধান্ত নেব সেগুলো পুরোপুরি বন্ধ করা যায় কিনা। ব্যবসায়িক দিক বিবেচনা করলে এটি আমাদের জন্য খুব বেশি লাভজনক নয় তবে রাজনৈতিক বিজ্ঞাপণ বা প্রচারণা, স্থানীয় এবং নতুন আগত প্রতিদ্বন্দ্বী গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা খুব বেশি মিডিয়া কভারেজ পায় না।
-
টেকটিউনস টেকবুম - ১৭ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।