নিউজ মিডিয়া গুলোতে ব্যাপক আলোচিত হবার পর, কর্মীদের TikTok ব্যবহার নিষিদ্ধ করার ইমেইলকে ভুল বলে স্বীকার করেছে Amazon।
গত শুক্রবার Amazon তার সকল কর্মীদের ইমেইলের মাধ্যমে জানায়, তারা যেন তাদের ফোন থেকে TikTok অ্যাপ ডিলিট করে দেয় তা না হলে তাদের ওয়ার্কিং ইমেইলে এক্সেস পাবে না। Amazon বিষয়টিতে সিকিউরিটি রিস্ক এর কথা উল্লেখ্য করে।
New York Times এর রিপোর্টার Taylor Lorenz টুইট করেন, কর্মীরা বলছে সিকিউরিটি রিস্ক এর জন্য তাদের ফোনে TikTok ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। যাদের ফোন Amazon ইমেইলের এক্সেস আছে তারা যেন TikTok ডিলিট করে দেয়।
যখন Amazon এর এই ইমেইলটি বিভিন্ন জায়গায় প্রকাশিত হয় তখন Amazon, অনলাইন নিউজ পোর্টাল Business Insider কে জানায়, ইমেইলটি ভুলক্রমে চলে গিয়েছিল।
Amazon এর মুখপাত্র বলেন, সেদিন সকালে যে ইমেইলটি আমাদের কর্মীদের কাছে গিয়েছিল সেটি ভুলবশত প্রেরণ করা হয়, TikTok এর জন্য আমরা এখনো কোন পলিসি পরিবর্তন করি নি।
TikTok এর একজন প্রতিনিধি একটি বিবৃতিতে জানান, Amazon আমাদের সাথে এখনো কোন বিষয়ে যোগাযোগ করে নি। তিনি আরও বলেন, তারা কর্মীদের ইমেইল পাঠানোর আগে আমাদের সাথে যোগাযোগ করে নি সুতরাং আমরা বুঝতে পারছি না তাদের উদ্বেগটা কোথায়। তারা যদি কোন ধরনের সমস্যার সম্মুখীন হয় তাহলে আমরা যেকোনো সময় সেটার সমাধান দেব এবং তাদের কমিউনিটিকে আবার আমাদের সাথে যুক্ত হতে আমন্ত্রণ জানাচ্ছি।
TikTok একটি চাইনিজ কোম্পানি হবার কারণে এর ইউজার ডাটা কালেকশনের বিষয়টিকে প্রাইভেসি নিরাপত্তার সাথে ভাবা হচ্ছে। যদিও অনেক বিশেষজ্ঞ বলেছে এর সকল কার্যক্রম ফেসবুক অ্যাপ এর মতই।
ট্রাম্পের প্রশাসন বলছে, তারা যুক্তরাষ্ট্রের তথ্য সংগ্রহ এবং TikTok এর মালিকানায় চীন থাকায় এটি ব্যান করে দিতে পারে। তবে এখনো পরিষ্কার করা হয় নি এই ব্যান এর ধরন কেমন হবে বা কবে নাগাত বন্ধ করা হবে।
Amazon তাদের ভুল স্বীকার করার আগে, একজন রিপাবলিকান Sen Josh Hawley টুইট করেন, "এখন পুরো ফেডারেল সরকারের উচিত মামলার কথা ভাবা।
যখন Apple এর iOS ধরতে পেরেছিল TikTok তার ব্যবহারকারীদের ক্লিপ-বোর্ড ডাটা সংগ্রহ করছে তখন থেকেই TikTok এর ইউজার ডাটা কালেকশনের বিষয়টি আলোচনায় আসে। যদিও পরবর্তীতে TikTok জানায় তারা এই ফিচারটি ইতিমধ্যে সরিয়ে ফেলেছে।
-
টেকটিউনস টেকবুম - ১৭ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।