স্কুটার এবং ই-বাইক ট্রিপে, ইউজারদের ডাটা ব্যবহার নিয়ে জনগণকে সচেতন এবং বিতর্ক তৈরির চেষ্টা করা গ্রুপ Communities Against Rider Surveillance (CARS) এর সাথে Uber সম্পৃক্ত থাকায় পিছিয়ে গিয়েছে এর বেশ বড় বড় কিছু সমর্থক, এমনটিই রিপোর্ট করেছে WIRED।
সম্প্রতি জানা গেছে, CARS কে সাহায্য করছে Uber সহ আরও ২৫ টি সংস্থা। CARS এর মুখপাত্র Keeley Christensen অনলাইন এক সংবাদ মাধ্যমকে জানান তাদের উদ্দেশ্য হচ্ছে রিয়েল টাইম লোকেশন ট্র্যাকিং নিয়ে জনগণকে সচেতন করা এবং শহরে এমন প্রযুক্তি স্থাপন যে তাদের জন্য ঝুঁকিপূর্ণ সে সম্পর্কে জনগণকে মুখ খুলতে উৎসাহিত করা।
WIRED রিপোর্ট অনুযায়ী, ডেটা প্রাইভেসি নিয়ে একই উদ্বেগ দেখানোর পরেও Fight For Future এবং Algorithmic justice leage গ্রুপ CARS এর সাথে জোট করা অস্বীকার করেছে। এর অন্যতম কারণ ছিল CARS এর সাথে Uber এর সম্পর্ক। একই সাথে জাতিগত সমতা নিয়ে কথা বলা একটি গ্রুপ MediaJustice জানিয়েছে তারাও CARS থেকে বেড়িয়ে এসেছে Uber এবং CARS এর সম্পর্ক জানার পরে।
Fight For Future এর উপ-পরিচালক Evan Greer জানান, এমন একটি জোট থেকে পিছিয়ে আসা আসলেই হতাশা জনক।
তিনি আরও জানান, এভাবে ট্রান্সপোর্ট এর ডাটা নিয়ে তাদের উদ্বেগকে আমরাও সমর্থন করেছিলাম কারণ সরকার, আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য সংগঠন দ্বারা ডেটা গুলোর অপব্যবহার হতে পারে। কিন্তু Uber কেন এখানে সম্পৃক্ত বা CARS কে সাহায্য করছে এই বিষয়ে আমাদেরকে পরিষ্কার করা হয় নি। আমরা মনে করি কোম্পানিটির আইনগত স্বচ্ছতা নিয়ে এখানে যুক্ত হওয়া উচিত।
ইউজারদের ডেটা নজরদারি মোকাবেলাকে আমরাও সমর্থন করি এবং যেভাবে CARS আমাদের সামনে এসেছিল আমরা ভেবেছিল আমাদের এই জোটটির একটি বিশাল লক্ষ্য থাকবে। যখন আমাদের এই জোটে আমন্ত্রণ জানানো হয় তখন এই বিষয়টি পরিষ্কার করা হয় নি যে উদ্যোগটিতে সাহায্য করছে Uber। যেখানে Uber নিজেই ইউজারদের ডেটা ট্র্যাকিং এর রেকর্ড রাখে সেখানে কিভাবে তারা এমন একটি উদ্যোগে সাহায্য করতে পারে? এই বিষয়ের পরিষ্কার কোন জবাব না পেয়ে আমরা অফিসিয়াল ভাবে CARS থেকে বের হয়ে এসেছি।
এখন পর্যন্ত CARS এবং Uber তাদের এই জোটের অর্থসংস্থান এর সোর্স নিয়ে কথা বলতে চায় নি। CARS এর মুখপাত্র Keeley Christensen বলেন, বিভিন্ন গোষ্ঠী এবং সংস্থা গুলোর সমর্থনে জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং Uber প্রথম থেকেই আমাদের সাথে ছিল।
তিনি আরও বলেন, যারা এই ধরনের রিয়েল টাইম লোকেশন ট্র্যাকিং কে সমর্থন করে, তাদের কোন পরামর্শ একই সাথে বিভ্রান্তি মূলক এবং ব্যক্তিগত প্রাইভেসি বিষয় গুলো ঝুঁকির মধ্যে ফেলার প্রচেষ্টা।
CARS এর আরেক মেম্বার অনলাইন সংবাদ মাধ্যমে Uber এর ডেটা ট্র্যাকিং নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও পরবর্তীতে জানিয়েছে, Uber এর সাথে তাদের এই জোট প্রাইভেসি নিরাপত্তায় কাজ করে যাবে।
Patient Privacy Right এর প্রেসিডেন্ট Dr. Deborah Peel বলেন, Uber এর ড্রাইভারদের ন্যায্য বেতন না দেয়া, ভয়াবহ কর্পোরেট পরিবেশ, ইত্যাদি নিয়ে আমিও কিছু উদ্বিগ্ন তবে Uber ছাড়া এই জোটের অন্য সবাই কিন্তু জনগণের জন্যই কথা বলছে।
Oakland Privacy এর Tracy Rosenberg, Uber এর কর্পোরেট সমস্যার কথা বললেও তিনি CARS এর সাথে তাদের জড়িত থাকাকে সমর্থন করেছেন। তিনি বলেন জনগণের ট্রান্সপোর্ট ডেটা গুলো এভাবে সংগ্রহ করা হলে তা ৩য় কোন ব্যক্তি দ্বারা ব্যবহার হতে পারে, যা হওয়া মোটেও উচিৎ নয়।
Uber এর মুখপাত্র একটি প্রতিবেদনে জানায়, "আমরা CARS এর প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়াতে এবং এই ইস্যুটি নিয়ে অনেক সংস্থা কথা বলাতে আনন্দিত। আমরা বিশ্বাস করি সরকারে এই ধরনের ডাটা ডিমান্ড করা রাইডারদের ডেটা প্রাইভেসি ভঙ্গ করে"।
CARS মূলত বিরোধিতা করছে সম্প্রতি Los Angeles এর Department of Transportation এ পাস হওয়া এর ডাটা শেয়ারিং স্ট্যান্ডার্ড কে। যেখানে তারা শহরের স্কুটার এবং ই-বাইক গুলোর ডাটা ব্যবহারের কথা উল্লেখ করেছে। Los Angeles এর মত শহর গুলোতে রাইট শেয়ারিং যে হারে বেড়েছে এজন্যই এই নতুন আইন।
আর এমন সিদ্ধান্ত নেয়ার পর পরই উদ্বিগ্ন হয়ে উঠে সকল রাইট শেয়ারিং কোম্পানি গুলো কারণ এতে করে রাইডারের প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে এমনকি ব্যবসায়ী গোপন তথ্যও ফাঁস হয়ে যেতে পরে।
Christensen বলেন ভুল পথে এগুচ্ছে Los Angeles, ডাটা গুলো কোথায় ব্যবহার করা হবে, কোথায় সংরক্ষণ করা হবে এবং কতটা নিরাপদ থাকবে এই বিষয় গুলো নিয়ে তাদের আরও স্বচ্ছ হওয়া উচিৎ।
বর্তমানে রাইট শেয়ার সার্ভিস গুলোর প্রতিযোগিতায় এবং রাইডারদের ভাল সার্ভিস দেয়ার লক্ষ্যে তারা ইউজারদের হাজার হাজার তথ্য সংগ্রহ করছে। এমনকি ২০১৮ সালের দিকে WIRED রিপোর্ট করেছিল Uber, 100, 000 ডলার মুক্তিপণ দিয়ে হ্যাকারের কাছে থেকে ৫৭ মিলিয়ন ইউজারের তথ্য ফিরিয়ে এনেছিল। সুতরাং বর্তমানে স্কুটার এবং ই-বাইক ট্রিপের ডাটা ব্যবহার ভবিষ্যতে এমন কোন ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে বলেও ধারনা করছেন বিশেষজ্ঞরা।
-
টেকটিউনস টেকবুম - ১৫ জুলাই ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।