ভিডিও স্ট্রিমিং ও অনলাইন শপিং সার্ভিসে সাইনআপের ফলে ঝুঁকি বাড়ছে ব্যক্তিগত ডেটা নিরাপত্তায়

নতুন একটি রিসার্চে উঠে এসেছে, লক-ডাউনের ফলে বিশ্বজুড়ে গৃহবন্দী মানুষের মাঝে অনলাইন শপিং সাইট, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং অন্যান্য অনলাইন সার্ভিসে সাইন-আপ করার জোয়ার বইছে।

অন্যতম ডাটা প্রাইভেসি সার্ভিস Mine, একটি অনলাইন সংবাদমাধ্যমকে জানিয়েছে, US এর অধিকাংশ ভোক্তা তাদের ব্যক্তিগত তথ্য, ভিডিও স্ট্রিমিং, অনলাইন শপিং, এবং অন্যান্য অনলাইন সার্ভিস গুলোতে দিয়ে দিচ্ছে যা জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত প্রায় ৬০ শতাংশ বেড়েছে।

অনলাইন এই প্ল্যাটফর্ম গুলোতে সাইন-আপ, ফ্রান্সে ৬৬%, UK ৫১%, ইসরাইলে ৪৬%, ইতালিতে ৪২% এবং জার্মানিতে বেড়েছে প্রায় ৩৬%। এই সকল অঞ্চলে জনপ্রিয় অনলাইন সার্ভিস গুলো ছিল Netflix, Spotify, Zoom, Disney+, এবং Twitch

তাছাড়া একই সাথে ছিল বিভিন্ন লোকাল সার্ভিস যেমন, US এর Doordash. UK এর Trainline এবং ইসরাইলের ফুড ডেলিভারি ফার্ম Wolt

এই ব্যক্তিগত ডাটা রক্ষায় বর্তমানে অন্যতম ভূমিকা রাখতে সহায়তা করছে Mine। তারা দাবী করে তারা মেশিন লার্নিং এলগোরিদম ব্যবহার করে প্রমোশনাল এবং সাইন-আপ ম্যাটা-রিয়ালের মাধ্যমে কোম্পানি গুলোতে সাইন-আপ করা ব্যক্তিদের ইন-বক্স গুলো এনালাইসিস করে। ব্যবহারকারীরা তখন একটি তালিকার মাধ্যমে দেখতে পারে কোন কোন কোম্পানি তাদের ব্যক্তিগত তথ্য জমা করে রেখেছে। প্রয়োজনে ইউজাররা নির্দিষ্ট কোম্পানিগুলোকে তাদের তথ্য মুচে ফেলার জন্য ইমেইল রিকুয়েস্ট ও পাঠাতে পারে।

Mine এর CEO, Gal Ringel বলেন, বিশ্বজুড়ে মানুষকে সামাজিক সম্পর্ক তৈরি, অনলাইনে কেনাকাটা, পড়াশুনা এবং ক্লাউড অফিসের মাধ্যমে অনলাইনে অধিক সময় ব্যয় করানো হচ্ছে। আর ফলাফল হিসাবে এই চলমান সংকটে আমরা অধিক পরিমাণে ব্যক্তিগত এবং সেনসিটিভ তথ্য রেখে আসছি অনলাইন সার্ভিস গুলোতে। তিনি আরও বলেন আমাদের এ বিষয়ে আরও সর্তক এবং সক্রিয় হয়ে ব্যক্তিগত ডেটা গুলো সুরক্ষিত রাখতে হবে।

চলমান এই অনলাইন স্রোতের মানে সব সময় এই নয় যে আপনার ব্যক্তিগত তথ্য লিক হয়ে যাবে কিন্তু তবুও আপনাকে নিজের ডেটা নিরাপত্তার জন্য অনেক বেশি সর্তক থাকতে হবে যেমন, একই পাসওয়ার্ড কখনো একাধিক অনলাইন সার্ভিসে ব্যবহার করা যাবে না।

-
টেকটিউনস টেকবুম - ১৪ জুলাই ২০২০

Level 2

আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস