সনি প্লেস্টেশন গেমারদের কাছে একটাও ভার্চুয়াল স্টেডিয়ামের মত। প্রায় আড়াই বিলিয়নের মার্কেটে সনিনিয়ে আসছে PlayStation 5 (প্লেস্টেশন ফাইভ) এতো গেমিং এর নতুন ফিচারের পাশাপাশি রয়েছে 4K সিনেমা দেখার জন্য বিশেষ ব্যবস্থা।
এই বছরেই বাজারে আসছে নেক্সট জেনারেশন গেমিং কনসোল Sony PlayStation 5 (সনি প্লেস্টেশন ফাইভ) PS5. ধরা হচ্ছে এটাই হচ্ছে সনির সর্বশেষ গেমিং কনসোল। 8 Core ADM Ryzen (৮ কোরের এএমডি রাইজেন) প্রসেসরের সাথে AMD Navy GPU (এএমডি নেভি জিপিইউ) আর কাস্টম SSD এর ব্যবস্থা রাখা হয়েছে এতে। সেই সাথে 4K ঝকঝকে মুভি এক্সপেরিয়েন্স এর জন্য কনসোলটিতে 4K BlueRay ড্রাইভ রাখা হয়েছে।
Sony PlayStation 5 (সনি প্লেস্টেশন ফাইভ) PS5 @ অফিসিয়াল ওয়েবসাইট
Sony PlayStation 5 (সনি প্লেস্টেশন ফাইভ) PS5 এ বড় সাইজের BlueRay ডিস্ক চালানো যাবে এবং বিশাল প্রপার্টিজের গেমও রাখা যাবে। কনসোলটির কন্ট্রোলারে ভাইব্রেশন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রাফিক্স কার্ডের আপগ্রেড সংস্করণ থাকবে। এতে গেম দ্রুত গতিতে লোড হবে এবং লাইটিং এফেক্টস এর উন্নতি ঘটবে।
Sony PlayStation 5 (সনি প্লেস্টেশন ফাইভ) PS5 এ VR সুবিধা থাকছে। সনির নিজস্ব VR খুব ভালোভাবে চলবে PlayStation 5 PS5 এ। তবে ধারণা করা হচ্ছে Sony PlayStation 5 (সনি প্লেস্টেশন ফাইভ) PS5 এ সংগে Sony VR2 (সনি ভিআর টু) ও বাজারে আসবে।
Sony PlayStation 5 PS5 এর মূল্য ৫০০ ডলারের কাছাকাছি হতে পারে। যা এর পূর্ববর্তি সংষ্করণ PlayStation 4 PS4 থেকে ১০০ ডলার বেশি।
Sony PlayStation 5 PS5 এর সংগে একইসময় মাইক্রোসফটও বাজারে আনছে তাদের পরবর্তী Xbox Series X গেমিং কনসোল Project Scarlett প্রজেক্ট স্কারলেট।
Project Scarlett প্রজেক্ট স্কারলেট @ অফিসিয়াল ওয়েবসাইট
-
টেকটিউনস টেকবুম - ২৯ ফেব্রুয়ারি ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 473 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।