আগামী মাস থেকে বাংলাদেশের সংযোজিত স্মার্টফোন বাজারজাত শুরু করবে চায়নিজ ব্যান্ড রিয়েলমি। সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেয় ব্যান্ডটি। দেশের তরুণ প্রজন্মের চাহিদাকে পুঁজি করে বাংলাদেশের বাজারে শক্ত অবস্থান নিতে চায় রিয়েলমি।
Realme এর যাত্রা শুরু ২০১৮ সালের মাঝামাঝিতে। কিন্তু মাত্র দেড় বছরে রিয়েলমি ব্যবহারকারীর সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে। যা রিয়েলমি কে তুলেছে শীষ ৭ স্মার্ট ফোন তালিকায়। আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ক্যামেরা এবং সবর্শেষ প্রযুক্তির সংযোজন এর কারণে রিয়েলমি পরিচিতি পেয়েছে নতুন প্রজন্মের স্মার্টফোন হিসেবে। বিশ্বের ২৩ তম দেশ হিসেবে চাইনিজ এই ব্যান্ডটি এবার যাত্রা শুরু করলো বাংলাদেশে।
রিয়েলমি এর দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার পরিচালক, লিয়ন জি বলেন:
" আমরা ২০১৮ সালে আমাদের ব্র্যান্ডটি লঞ্চ করেছি। আমরা একটি Young ব্র্যান্ড এবং আমরা ফোকাস করছি তরুণ প্রজন্মকেই। আমরা বাংলাদেশের মার্কেটে খুবই ভালো দামের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং সর্বাধিক আধুনিক প্রযুক্তির স্ক্রিন, ব্যাটারি এবং চিপসেট নিয়ে এসেছি একটি ডিভাইসের মধ্যে "
সব শ্রেণীর গ্রাহকের চাহিদা মাথায় রেখে মোট ৯ টি মডেলের স্মার্টফোন বাজারে ছেড়েছে রিয়েলমি বিশ্বের বিভিন্ন দেশে। তবে প্রথম ধাপে বাংলাদেশে পাওয়া যাবে এর ৪ টি মডেল আগামী মাস থেকে। যা সংযোজিত হচ্ছে গাজীপুর স্থাপিত কোম্পানির নিজস্ব কারখানায়। প্রতিষ্ঠানটি বলছে অল্প সময়ের মধ্যে তারা রিয়েলমিকে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড হিসেবে দেখতে চায় এদেশের বাজারে।
লিয়ন জি আরও বলেন:
"আসলে, বাংলাদেশের প্রচুর যুবক এবং তরুণ প্রজন্ম রয়েছে। আমরা এই তরুণ প্রজন্মকে সার্ভ করতে প্রস্তুত। আমাদের সর্বচ্চো চেষ্টা থাকবে যে আমাদের সর্বোত্তম সার্ভিস, প্রযুক্তি এবং ট্রেন্ডি প্রোডাক্টের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্মের মানের সাথে মিলিয়ে তাদের সুবিধাজনক লাইফস্টাই উপভোগ করার ব্যবস্থা করার"
শুধু স্মার্টফোনই নয় এ বছরের মধ্যে বাংলাদেশ 5G প্রযুক্তির আইওটি ডিভাইস আনার ঘোষণা দিয়েছে রিয়েলমি এই অনুষ্ঠানে।
-
টেকটিউনস টেকবুম - ২৯ ফেব্রুয়ারি ২০২০
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 461 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।