উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খোসরোওশাহী, সৌদি সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডকে প্রথমে ‘ভুল’ বললেও পরে এটিকে অস্বীকার করেন এবং জানান, “এটি নিন্দনীয় এবং এটা ভুলে যাওয়া বা ক্ষমা করার মত নয়।
রবিবার রাতে প্রচারিত এইচ বি ও- এর এক সাক্ষাৎকারে তিনি বলেন
"গত বছরের সৌদি আরবের বার্ষিক বিনিয়োগ সম্মেলনে অংশ না নেওয়ার পেছনের মূল কারণ ছিল খাসোগির হত্যাকাণ্ড"
যদিও এর আগে তিনি জানিয়েছিলেন খাসোগির হত্যাকাণ্ড নিয়ে তিনি জামেলায় ছিলেন এবং ফোরামে উপস্থিত হতে পারেননি।
সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট এর অন্যতম বৃহত্তম শেয়ারহোল্ডার হওয়া সত্ত্বেও কেন খোসরোওশাহী এবারের সম্মেলনে অংশ নেননি এর উত্তর খুঁজতে এক্সিও এর সম্পাদক ডান প্রিম্যাক খোসরোওশাহীকে প্রশ্ন করেছিলেন, "খাসোগি পরিস্থিতির জন্য কি আপনি এ বছর সম্মেলনে যান নি?"
উত্তরে খোসরোওশাহী বলেছিলেন, "একই সময়ে আমার আরেকটা মিটিং ছিল"
প্রত্যুত্তরে ডান প্রিম্যাক জানতে চেয়েছিলেন, "সেটা ঠিক, তবে আপনি যেহেতু সিইও আপনি সেটা পরিবর্তন করতে পারতেন। "
খোসরোওশাহী বলেন, "আমি প্রতিবছরের শিডিউল নির্ধারণ করে দিয়েছি এবং তারিখ নিয়ে বিরোধ না থাকলেও আমি সম্মেলনে অংশ গ্রহণ করতাম কিনা সেটা নিশ্চিত নই। "
এর পর প্রিম্যাক সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট এর প্রধান আল-রুমায়ান এর সম্পর্কে জানতে চান, "যে সরকার হত্যাকাণ্ডের সাথে জড়িত সেই সরকারের প্রতিনিধি হিসাবে তিনি (আল- রুমায়ান) কি ইউ এস এর কোন সংস্থার বোর্ডে থাকতে পারেন?"
খোসরোওশাহী বলেন, "তারা স্বীকার করেছিল ওটা ভুল এবং আমরাও আমাদের ভুল স্বীকার করেছিলাম যখন আমাদের ড্রাইভার-লেস কার এর মাধ্যমে এক পথচারীর মৃত্যু হয়। মানুষ ভুল করে এর মানে এই নয় যে সেটা কখনো ক্ষমা করা যাবে না। এবং আমাদের কোম্পানি যেহেতু পাবলিক কোম্পানি সুতরাং এখানে যেকেউ বিনিয়োগ করতে পারে। "
এই সাক্ষাৎকারের পরেই খোসরোওশাহী আবার নিজের মতামত অস্বীকার করে এবং এক্সিওসের বিজনেস এডিটর ড্যান প্রিম্যাককে জানান "জামাল খাসোগির সঙ্গে যা হয়েছে, তা ভুলে যাওয়া বা ক্ষমা করার কোনও কারণ নেই। এ হত্যাকাণ্ডকে ভুল বলে আমিই ভুল করেছিলাম। "
তিনি আরও বলেন, "ওই মুহূর্তে আমি এমন কিছু বলেছিলাম, যা আমি নিজেই বিশ্বাস করি না। "
প্রসঙ্গত সৌদি বংশোদ্ভূত জামাল খাসোগি ছিলেন The Wasinton Post -এর একজন সাংবাদিক ও লেখক। এর আগে তিনি আল-এরাব নিউজ চ্যানেল এর সাধারণ ব্যবস্থাপক এবং মুখ্য সম্পাদকের পদেও নিযুক্ত ছিলেন। তিনি ২০১৮ সালের ২ অক্টোবরে ইস্তাম্বুলে অবস্থিত সৌদি দূতাবাসে সৌদি আরবের সরকারের প্রতিনিধি দ্বারা গুপ্তহত্যার শিকার হন।
গত বছর খাশোগির নিখোঁজ হওয়া এবং পরবর্তী সময়ে সৌদি এজেন্টদের হাতে খুনের খবরের প্রতিক্রিয়ায় - উবার সহ এমন অনেক কোম্পানি সৌদি আরবের বিনিয়োগ সম্মেলন বয়কট করেছিল।
-
টেকটিউনস টেকবুম - ১৭ নভেম্বর ২০১৯
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।