১২ জন নাম প্রকাশ না করা, একদল লেখকদের প্রকাশিত এক Blog Post এ দাবি করা হয় ফেইসবুকে বর্ণবাদের শিকার হতে হচ্ছে কৃষাঙ্গ, হিস্পানিক মহিলাদের। অজ্ঞাত লেখকরা নিজেদেরকে ফেইসবুক এর সাবেক এবং বর্তমান কর্মী হিসেবেও দাবি করে।
কোম্পানিটির বর্ণবাদ গত বছরের তুলনায় এ বছর আরও বেশি প্রকট রূপ ধারণ করেছে বলেও উক্ত Blog Post এ।
প্রকাশিত ব্লগটি ছিল, "ফেইসবুকে এখনো কৃষঙ্গদের সমস্যা রয়েছে এবং শ্বেতাঙ্গ নয় এমন কর্মীদেরও সমস্যা হচ্ছে। আমরা ভেতরে ভেতরে রাগান্বিত, নিপীড়িত এবং হতাশাগ্রস্ত এবং প্রতিদিন ছোট বড় বৈষম্যের মধ্য দিয়ে যেতে হচ্ছে যেন আমরা ওখানে অযোগ্য। "
পোস্টটির মাধ্যমে আরও উঠে আসে, ২০১৮ সালে ফেইসবুকের সাবেক কর্মী, 'লাকি' কৃষাঙ্গ সমস্যা নিয়ে একটি নোট প্রকাশ করেছিলেন এর পর থেকেই ফেইসবুকের অবস্থা আরও খারাপ হয়েছে।
আরও কিছু অভিযোগ ছিল, "সহকর্মী দ্বারাও তারা এমন বৈষম্য মূলক আচরণের স্বীকার হচ্ছেন এবং উক্ত বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে না৷ সম্প্রতি এক কৃষাঙ্গ প্রোগ্রাম ব্যবস্থাপককে ময়লা পরিষ্কার করতে বলেন তারই দুইজন শ্বেতাঙ্গ সহকর্মী, যা কাম্য ছিল না। উক্ত বিষয়ে হিউম্যান রিসোর্স এ অভিযোগ করা হলেও তেমন কোন ফল পাননি ব্যবস্থাপক।
এ নিয়ে ফেইসবুকে যোগাযোগ করা হলে, এক বিবৃতিতে ফেইসবুকের বর্তমান মুখপাত্র, 'বার্তি থমসন' বলেন, "শুধু ফেইসবুক নয় অন্য কোথায় এ রকম আচরণ কাম্য নয়। আমরা দুঃখিত এবং এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং এটি সমাধানে কাজ করে যাচ্ছি। "
পোস্টটির লেখকরা নিজেদের বিরূপ পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, "আমরা আমাদের পরিচয় গোপন করেছি কারণ আমরা চাই না আমাদের উপর পরবর্তীতে প্রতিশোধ নেয়া হোক এবং ফেইসবুকে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে কৃষাঙ্গরা তাদের সাথে করা আচরণের অভিযোগ করতেও ভয় পায়। "
এ পরিস্থিতিতে ফেসবুকের অনেক বর্তমান ও সাবেক অনেক কর্মী টুইট করেছেন। সম্প্রতি নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে 'মার্ক লাকি' ও এটা নিয়ে টুইট করেছেন।
This is truly heartbreaking.
Not only are black employees still being discriminated against at Facebook, it’s gotten worse...https://t.co/otiRnHiKBg
— Mark S. Luckie (@marksluckie) November 8, 2019
বর্তমানে সিলিকন ভ্যালি শহর জুড়ে বর্ণবাদ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি বৈষম্যের অভিজ্ঞতা জানিয়ে গুগলের একজন ইঞ্জিনিয়ারিং পরিচালক জানান, যদি তিনি দারোয়ানের পোশাক পড়েন তাহলে হয়তো তাকে কর্মক্ষেত্রে কম যোগ্য বলে বিবেচনা করা হবে।
-
টেকটিউনস টেকবুম - ১৭ নভেম্বর ২০১৯
আমি টেকটিউনস টেকবুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 203 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।