হ্যালো! টেক নিউজ নিয়ে টেকটিউনস এর নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতোই বিস্তারিত সংবাদে চলে যাওয়ার আগে চলুন দেখে নেই আজকের টেকবুমের শিরোনাম গুলো। আজ ৫ জুলাই, ২০১৮ খ্রিস্টাব্দ, ২০ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
এতক্ষণ দেখে নিলেন আজকের টেকবুমের শিরোনামগুলো। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:
আমেরিকার জনপ্রিয় সংবাদ সংস্থা BBC সম্প্রতি তাদের ডকুমেন্টারি ফ্লিম “Panorama”তে গবেষণামূলক ভাবে খোঁজ নিয়ে জানতে পেরেছে যে ফেসবুক, স্ন্যাপচ্যাট এবং টুইটার তাদের প্লাটফর্মে মানুষজনদেরকে আসক্ত করার জন্য এক প্রকারের “behavioral cocaine” ব্যবহার করছে। অনুষ্ঠানটি সিলিকন ভ্যালির কিছু অভ্যন্তরীণ টেক কর্মকর্তাদের সাথে গোপনে এই সকল তথ্য জানতে পারে। তারা বলেন যে এই সোশাল নেটওর্য়াকিং সাইটগুলো তাদের প্লাটফর্মগুলোকে আসক্তকরণের মতো করে ডিজাইন করেছে। ব্যাপারটি নিশ্চিত করেছে Infinite-scroll ফিচারের আবিস্কারক Aza Rakin। এছাড়াও তিনি বলেন যে, এই টেক কোম্পানিগুলো প্রায় সবসময়ই তাদের প্লাটফর্মকে জনপ্রিয় ও আকর্ষণীয় করার কাজে লোকজনদের আচরণের উপর পরীক্ষা চালিয়ে থাকে; উদাহরণ স্বরুপ তিনি ফেসবুকের লাইক বাটনের রং এবং সাইজ দিয়ে লোকজনদের মতামত নেবার ঘটনাকে তুলে ধরেন। বিবিসির “Panorama” ডকুমেন্টারি অনুষ্ঠানটি গতকাল রাত্রে আমেরিকায় প্রচারিত হয়েছে।
প্রায় ২ বছর আগে GO ভিডিও গেমে বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিয়ে DeepMind কোম্পানির AI সিস্টেম টেক বিশ্বে আলোচনায় এসেছিলো। আর এ বছর কোম্পানিটি আবারো টেক বিশ্বের আলোচনায় উঠে এসেছে। সম্প্রতি DeepMind কোম্পানির তৈরিকৃত AI সিস্টেম মাল্টিপ্লেয়ার গেম Quake য়ে মানুষদেরকে হারিয়ে দিয়েছে। গত মঙ্গলবার কোম্পানিটি বলেছে যে তারা একটি AI সিস্টেম তৈরি করেছেন যেটি নিজে নিজেই কোন একটি গেমের সকল রুলস শিখতে পারবে এবং উক্ত গেমটিতে Human-level-performance দিতে পারবে। আর ইতিমধ্যেই Quake III গেমটির ক্যাপচার দ্যা ফ্লাগ মাল্টিপ্লেয়ার গেমে মানুষদের সাথে খেলতে নেমে AI সিস্টেমটি তাদেরকে হারিয়ে দিয়েছে।
উগান্ডায় এবার সোশাল মিডিয়া ব্যবহারের উপর ট্যাক্স ধার্য করা হয়েছে। দেশটিতে এবার লোকজনদেরকে সোশাল মিডিয়া ব্যবহারের জন্য প্রতিদিন ২০০ উগান্ডিয়ান অর্থ বা ৫ মার্কিন সেন্টস ট্যাক্স গুণতে হবে। আর ইতিমধ্যেই এই ব্যাপারটিকে ভালো চোখে দেখছেন না দেশটির সাধারণ জনগন। এই ট্যাক্স সিস্টেমটি মুক্তবাক্যের স্বাধীনতা লঙ্ঘন করে বলে জানিয়েছেন তারা। দেশটির স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার MTN ইতিমধ্যেই তাদের সার্ভিসে এই ট্যাক্সটি যুক্ত করে দিয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার, লিংকড.ইন ইত্যাদি সোশাল মিডিয়া সাইট ব্যবহারের জন্য তারা গ্রাহকদের কাছ থেকে আলাদা ট্যাক্স কেটে নিবেন এবং পরবর্তীতে কোম্পানিগুলো সরকারী ট্যাক্স কর্মকর্তাদের হাতে এই ট্যাক্স আলাদা ভাবে বুঝিয়ে দেবেন। সোশাল মিডিয়ার এই ট্যাক্স থেকে চলতি অর্থবছরে উগান্ডা সরকার ১০০ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। উল্লেখ্য যে উগান্ডায় ৪১ মিলিয়ন লোকজন বসবাস করেন যাদের মধ্যে ১৭ মিলিয়ন লোক ইন্টারনেট ব্যবহার করে থাকেন।
সম্প্রতি প্রায় ১০ হাজার অভিবাসী ইউরোপে চলে এসেছেন। বেআইনী পথে ইউরোপে প্রবেশ ঠেকাতে নতুন একটি আইন প্রণয়ন করা হয়েছে। এবার ইউরোপের দেশগুলোতে নতুন করে Mobile Forensics Industry চালু করা হয়েছে যারা এই সকল অভিবাসীদের স্মার্টফোন থেকে মেসেজ, লোকেশন হিস্টোরি এমনকি ওয়াটস অ্যাপ ডাটা বের করতে সক্ষম। এই সকল তথ্য বিশ্লেষণ করে বৈআইনী অভিবাসীদেরকে নিজ দেশে পাঠিয়ে দেবার কাজও শুরু করা হয়েছে। তবে এই সিস্টেম এই প্রথম দেখা যায়নি। ২০১৭ সালে জার্মানি এবং ডেনমার্কে ইতিমধ্যেই এই স্মার্টফোন চেকিং সিস্টেম চালু হয়েছে আর অন্যদিকে বেলজিয়াম ও অস্ট্রিয়াতে এই সিস্টেম চালু করার জন্য প্রস্তাব করা হয়েছে।
গত মঙ্গলবার গুগল থেকে পদত্যাগ করেছেন গুগল ক্লাউডের COO Diane Bryant। তিনি এর আগে প্রায় ৩২ বছর ইন্টেল এর কর্মকর্তা ছিলেন। কিন্তু কেন তিনি মাত্র ৬/৭ মাস গুগলে থেকেছেন তা নিয়ে এখনো চলছে জল্পনা কল্পনা। তবে তার পদত্যাগের নতুন একটি কারণ আজ জানা গিয়েছে। বিজনেস ইনসাইডের একটি রির্পোট থেকে জানা গিয়েছে যে Diane Bryant কখনো গুগলে তার পদের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন নি। এবং গুগল থেকে তাদের কোনো নির্দিষ্ট কাজের রোলও দেওয়া হয়নি। এর কারণ হিসেবে জানা গিয়েছে যে একই ধরনের স্কিলস নিয়ে গুগলে ইতিমধ্যেই একজন স্বনামধন্য কর্মকর্তা রয়েছেন। যার নাম Urs Holzle। তিনি গুগলের একজন লেজেন্ড কর্মকর্তা এবং গুগলের ৮তম কর্মী হিসেবে কোম্পানিতে রয়েছেন। আর তিনি থাকতে কেনই বা COO ভূমিকায় Diane Bryant কে নিয়োগ দেওয়া হলো এ ব্যাপারেও চলছে কানাঘুষা। এই ব্যাপারে গুগল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায় নি।
স্থানীয় ফার্ম Earlybird য়ে ইনভেস্ট করে জামার্নি অঞ্চলে প্রবেশ করলো যুক্তরাজ্য ভিত্তিক ভেনচার ক্যাপিটাল ফার্ম Draper Esprit। Earlybird এর ৫০% শেয়ারের মালিক হয়েছে কোম্পানিটি। একই সাথে এই চুক্তির মাধ্যমে Draper Esprit আরলিবার্ডের কিছু পোর্টফোলিও কোম্পানিগুলোও উপরেও মালিকানা পাবে, যাদের মধ্যে রয়েছে ক্রিপ্টোকারেন্সি কোম্পানি ShapeShift। Draper Esprit ইতিমধ্যেই ২১ মিলিয়ন মার্কিন ডলার Earlybird য়ে ইনভেস্ট করেছে এবং আগামী চার বছরের আরো ৬০ মিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করবে বলে জানিয়েছে। চুক্তিকে কোনো ক্রয়চুক্তি হিসেবে দেখছে না কোম্পানি। Berlin, Munich এবং Istanbul শহরের Earlybird কোম্পানির অফিস রয়েছে।
সম্প্রতি গুগলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিলো যে তারা শতাধিক অ্যাপ নির্মাতাদেরকে লক্ষাধিক জিমেইল ইনবক্সে প্রবেশের অধিকার দিয়ে রেখেছে। আর এই ব্যাপারে গত মঙ্গলবার গুগল আনুষ্ঠানিক ভাবে একটি ব্লগ টিউন করেছে যেখানে এই টার্মকে নিয়ে বিস্তারিত বলেছে কোম্পানিটি। টিউনে গুগল দাবী করেছে যে “no one at Google reads you Gmail”। কিন্তু বাগ কিংবা abuse তদন্তের জন্য গুগল কর্তৃপক্ষ তার জিমেইল ব্যবহারকারীদের ইনবক্স চেক করে থাকে বলেও পোষ্টটিতে জানিয়েছে গুগল। গুগল থেকে এই ইনবক্স চেকিং ব্যাপারটি জিমেইল ব্যবহারকারীদেরকে নোটিফাই করা হয় কিনা এ ব্যাপারে এখনো কোনো নিশ্চিত তথ্য দেয়নি গুগল। গুগলের রিলিজকৃত সম্পূর্ণ ব্লগ পোস্টটি পড়তে এখানে ক্লিক করুন।
ফেসবুক কি একটি মিডিয়া কোম্পানি? কয়েক বছর ধরে চলে আসা এই প্রশ্নের উত্তরে ফেসবুক বলেছে যে তারা কোনো মিডিয়া বা নিউজ কোম্পানি নয়, ফেসবুক শুধুমাত্র একটি টেক প্লাটফর্ম। কিন্তু গত সোমবার ক্যালিফোর্নিয়ার Redwood শহরের কোর্টে ফেসবুকের এক আইনজীবি উল্টা কথা বলেছেন। সাবেক একটি অ্যাপ স্টার্টআপ কোম্পানির করা মামলার শুনানিতে ফেসুবকের আইনজীবি ফেসুবকে একটি মিডিয়া কোম্পানি হিসেবে দাবী করেছেন। তিনি আরো বলেন যে ফেসুবক হচ্ছে একটি Publisher কোম্পানি যেখানে কোনো কিছু প্রকাশের আগে সম্পাদক কর্তৃক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। ২০১৫ সালে ফেসবুক তাদের ইউজারদের ডাটা একসেস থেকে অ্যাপ নির্মাতাদের একসেস বন্ধ করে দেবার পর Six4Three নামের একটি স্টার্টআপ কোম্পানি ফেসবুকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
Uber বলেছে যে ফিডল্যান্ড শহরে তারা তাদের কার্যক্রম শীঘ্রই পুনরায় চালু করতে চাচ্ছে। সম্প্রতি শহরের টান্সপোর্টেশন আইন পরিবর্তিত হওয়ায় Uber এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য যে, গত বছর ফিনল্যান্ডে টান্সপোর্টেশন আইনের জন্য Uber তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছিলো। আর গতকাল থেকে ফিনল্যান্ডে নতুন টান্সপোর্টেশন আইন চালু হবার পর Uber থেকে এই ঘোষনা আসলো।
আমাজন দিন দিন নিজেকে ট্রাডিশনাল রিটেইলার হিসেবে আত্নপ্রকাশ করে যাচ্ছে। এরমাঝে কোম্পানিটি নিজস্ব হলিডে টয় গাইড প্রিন্ট করতে যাচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি আমেরিকা থেকে Toys “R” Us Inc এর কার্যক্রম বন্ধ হয়ে যাবার পর এই সুযোগের সৎ ব্যবহার করতে যাচ্ছে আমাজন। প্রিন্টকৃত এই টয় গাইডটি আমেরিকার লক্ষাধিক হাউসহোল্ডে ইমেইলের মাধ্যমে পাঠানো হবে এবং পাইকারী মাকের্টগুলোতে টয় গাইডের প্রিন্ট কপি বিলি করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে Bankruptcy এর কারণে আমেরিকার বৃহৎতম টয় প্রতিষ্ঠান Toys “R” Us তাদের যুক্তরাস্ট্রের সকল স্টোরগুলোকে বন্ধ করে দিয়েছে। কোম্পানিটি গত বছর ৬.৫ বিলিয়ন মার্কিন ডলারের সেলস রেকর্ড করেছিলো। তবে টয় সেক্টরে আমাজন নতুন নয়, ২০০৭ সাল থেকেই এই সেক্টরে রয়েছে কোম্পানি।
এই ছিলো আজকের টেকবুমের সকল সংবাদ। নিয়মিত বিশ্বে ঘটে যাওয়া টেকনোলজি বিষায়ক সকল শীর্ষ সংবাদগুলো পড়তে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এ। সবাইকে আগামী টেকটিউনস টেকবুমে আমন্ত্রণ জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি।
আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যার কেউ নাই তার কম্পিউটার আছে!