আজকের টেকবুম – ৩ জুলাই ২০১৮ – আজকে টেক ওয়ার্ল্ডের ১০ টি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেগুলো না জানলেই নয়

হ্যালো! জুলাই মাসের প্রথম টেকবুমে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। টেক বিশ্বের ঘটে যাওয়া সর্বশেষ ঘটনাবলির খবরাখবর নিয়ে টেকটিউনস এর নিয়মিত আয়োজন টেকটিউনস টেকবুম। বরাবরের মতোই বিস্তারিত সংবাদে চলে যাওয়ার আগে চলুন দেখে নেই আজকের টেকবুমের শিরোনাম গুলো। আজ ৩ জুলাই, ২০১৮ খ্রিস্টাব্দ, ১৮ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার।

  • ১) Cambridge Analytica স্ক্যান্ডালের ঘটনার জন্য আইনী সংস্থার কাছ থেকে দিন দিন চাপের উপর রয়েছে ফেসবুক।
  • ২) গোপনে নতুন একটি কোম্পানির সাথে কাজ করছেন “বির্তকিত” ইঞ্জিনিয়ার Anthony Levandowski
  • ৩) গাড়ির ব্যবসায় থেকে সম্পূর্ণরূপে মোটরবাইক শেয়ারিং ব্যবসায়ে চলে এলো রাইড শেয়ারিং কোম্পানি Lyft
  • ৪) জিমেইলের নিরাপত্তা নিয়ে নতুন করে আংশঙ্কার সৃস্টি।
  • ৫) প্রতি সপ্তাহে ৫ হাজার মডেল ৩ এস গাড়ি উৎপাদন করার টার্গেট পূরণ করতে পেরেছে টেসলা।
  • ৬) ফেসবুকের নতুন বাগ। প্রায় ৮ লক্ষ ইউজারের ব্লককৃত আইডিগুলোকে বাগের কারণে অটো আনব্লক করে ফেলে ফেসবুক কর্তপক্ষ।
  • ৭) স্যামসং গ্যালাক্সি এস ৯ এবং এস ৯ প্লাসে নতুন বাগ পাওয়ার অভিযোগ এনেছে কিছু স্যামসং ব্যবহারকারীরা।
  • ৮) ফেইক নিউজ রোধে লন্ডন ভিত্তিক কোম্পানি Bloomsbury AI কে কিনে নিচ্ছে ফেসবুক।
  • ৯) ১.২ বিলিয়ন মার্কিন ডলার রাইস করতে প্রস্তুতি নিচ্ছে MoviePass
  • ১০) এক বছর আগে ক্রয় করা একটি anonymous app কে বন্ধ করে দিচ্ছে ফেসবুক।

এতক্ষণ দেখলেন সংক্ষিপ্ত সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে:

১) আইনী সংস্থার কাছ থেকে দিন দিন চাপের উপর রয়েছে ফেসবুক।

ফেসবুকে ঘটে যাওয়া Cambridge Analytica স্ক্যান্ডালের ঘটনায় তদন্তের জন্য এবার খোদ ফেসবুকের উপর নজর রয়েছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের। এতদিন শুধুমাত্র অভিযুক্ত ডাটা ফার্ম Cambridge Analytica এর উপর গোয়েন্দা তদন্ত করেছে আইনী সংস্থাটি। এছাড়াও ফেসবুকের উপর তদন্তে US Department of Justice এর সাথে যোগ দিয়েছে Securities and Exchange Commission এবং Federal Trade Commisision। খবর পাওয়া গিয়েছে যে তারা স্ক্যান্ডালের উপর ভিক্তি করা ফেসবুকের সকল পাবলিক স্টেটমেন্টগুলোকে খতিয়ে দেখছে। অন্যদিকে আইনী সংস্থাগুলোর তদন্তে সম্পূর্ণরূপে সাহায্য করার আশ্বাস দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

২) গোপনে নতুন কোম্পানির সাথে কাজ করছেন “বির্তকিত” ইঞ্জিনিয়ার Anthony Levandowski

২০১৭ সালে Uber এবং Waymo কোম্পানি দুটির স্ক্যান্ডালের জন্য দায়ী ইঞ্জিনিয়ার Anthony Levandowski নতুন করে গোপন ভাবে অন্য একটি কোম্পানিতে কাজ করছেন বলে খবর পাওয়া গিয়েছে। তার বিরুদ্ধে গুগলের সেলফ ড্রাইভিং গাড়ি প্রোগ্রামের ট্রেড সিক্রেটস চুরি করার অভিযোগ রয়েছে। আর Uber এ কাজ করার সময় তার আগের কর্মরর্ত প্রতিষ্ঠান Waymo এর থেকে গোপন তথ্য চুরি করে আনার ফলে ২০১৭ সালে Uber এবং Waymo এর মধ্যে আইনী লড়াইয়ে সৃষ্টি হয়। পরবর্তীতে Uber থেকে বহিস্কার পর ২০১৮ সালের শুরুর থেকে Anthony Levandowski এর কোনো কোম্পানিতে নতুন করে কাজ করার খবর পাওয়া যায়নি। কিন্তু সম্প্রতি TechCrunch এর এক রির্পোটে জানা যায় যে, Anthony Levandowski গোপনে Kache.ai নামের একটি নতুন আপকামিং কোম্পানিতে কাজ করছেন। AI টেকনোলজি সমৃদ্ধ কমার্শিয়াল ট্রাক ড্রাইভিংয়ের উপর কাজ করছে এই কোম্পানিটি। তবে এ ব্যাপারে কোম্পানি থেকে কোনো মন্তব্য করা হয়নি।

৩) মোটরবাইক শেয়ারিং ব্যবসায়ে চলে এলো Lyft

রাইড শেয়ারিং কোম্পানি Lyft এবার গাড়ির পাশাপাশি বাইক শেয়ার করার সার্ভিস চালু করতে যাচ্ছে। ইউইয়র্ক শহরের Citi Bikes এবং স্যান ফ্রান্সিস্কো শহরের Ford GoBikes সংস্থার নিয়ন্ত্রকারী প্রতিস্ঠান Motivate কে কিনে নেওয়ার সব আইনী কার্যক্রম শেষ করেছে Lyft। তবে চুক্তিটি কত টাকার বিনিময়ে হয়েছে তা জানায়নি Lyft। এর মাধ্যমে সরাসরি Uber এর বাইক শেয়ারিং প্রজেক্টের সাথে নিজেদের প্রতিযোগীতামূলক অবস্থান শক্ত করে ধরে রাখতে পারবে Lyft। গতকাল Lyft ঘোষণা দেয় যে তারা আমেরিকার অন্যতম বৃহৎ বাইক শেয়ারিং কোম্পানি Motivate কে নিয়ে নিচ্ছে।

৪) জিমেইলের নিরাপত্তা নিয়ে নতুন করে আংশঙ্কার সৃস্টি।

ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এক রির্পোটে বলা হয়েছে, শতাধিকের চেয়ে বেশি অ্যাপ নির্মাতাদের গুগল তার লক্ষাধিক ইউজারদের ইনবক্সের প্রবেশের একসেস দিয়ে রেছে। এর মাধ্যমে লক্ষাধিক জিমেইল ব্যবহারকারীর ইনবক্সের প্রাইভেট মেইলগুলো অ্যাপ নির্মাতারা সহজেই পড়তে পারছে বলে রির্পোটে অভিযোগ করা হয়। ২০১৭ সালে গুগল ঘোষণা দেয় যে তারা তাদের জিমেইল ব্যবহারকারীদের ইনবক্সকে স্ক্যান করবে না। কিন্তু সম্প্রতি এই রির্পোটে অভিযোগ করা হয় যে, যে সকল জিমেইল ব্যবহারকারীরা তাদের জিমেইল কে ব্যবহার করে বিভিন্ন ইমেইল-ভিক্তিক সার্ভিসে সাইন আপ করেছে তারা এই প্রাইভেট মেসেজগুলোর নিরাপত্তাহীনতার ঝুঁকিতে রয়েছেন। গুগল এর ইমেইল সার্ভিস জিমেইল বিশ্বের সর্ববৃহৎ ইমেইল সার্ভিস যার টোটাল ব্যবহারকারী রয়েছে প্রায় ১.৪ বিলিয়ন। সম্প্রতি ইউরোপ এবং আমেরিকায় টপ টেক কোম্পানিগুলো ইউজারদের প্রাইভেসি নিয়ে বেশ চাপের মধ্যে রয়েছে। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের এই রির্পোটের ব্যাপারে গুগল এখনো কোনো অফিসিয়াল মন্তব্য করেনি।

৫)  প্রতি সপ্তাহে ৫ হাজার টেসলা মডেল ৩ এস গাড়ি উৎপাদন

২০১৮ সালের ২য় কোয়াটারে গাড়ি উৎপাদনের রেকর্ড গড়লো টেসলা। টেসলার ইতিহাসে আগের কোনো বছরের কোয়াটারে এত পরিমাণ গাড়ি কোম্পানিটি উৎপাদন করেনি। এছাড়াও সম্প্রতি টার্গেট নেওয়া প্রতি সপ্তাহে ৫০০০ টেসলা মডেল ৩ এস উৎপাদনের লক্ষ্যমাত্রাও অর্জন করতে পেরেছে কোম্পানিটি। কোম্পানিটি জুন মাসের শেষ সপ্তাহে প্রায় ৫০৩১টি মডেল ৩এস গাড়ি উৎপাদন করেছে, একই সাথে অন্যদিকে ১৯১৩টি মডেল এস এবং মডেল এক্স এসইউভি গাড়িও কোম্পানিটি উৎপাদন করতে সক্ষম হয়েছে। এর সাথে ২০১৮ সালের ২য় কোয়াটারে টেসলা মোট ৫৫, ৩৩৯ গাড়ি উৎপাদন করতে সক্ষম হলো। যাদের মধ্যে ২৮, ৫৭৪টিই হচ্ছে মডেল ৩এস গাড়ি। এদের মধ্যে ইতিমধ্যেই ৪০, ৭৪০ টি গাড়ি টেসলা তার গ্রাহকদের ডেলিভারী দিয়ে দিয়েছে।

৬) ফেসবুকের নতুন বাগ।

প্রায় ৮ লক্ষ ইউজারের ব্লককৃত আইডিগুলোকে বাগের কারণে অটো আনব্লক করে ফেলে ফেসবুক কর্তপক্ষ। এ ঘটনার জন্য উক্ত ৮০০০০০ ইউজারদেরকে একটি সর্তকবার্তাও দিয়ে দেয় ফেসবুক। এর কারণে অনেকেই অভিযোগ করেছেন যে ব্লকলিস্টে থাকার পরেও ব্লককৃত আইডি থেকে তাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে এবং তাদের প্রোফাইল ব্লককৃত ইউজাররা দেখতে পারছেন। গতকাল ফেসবুকের ব্লগ টিউন থেকে এই খবরটি পাওয়া যায়। এই ৮ লক্ষ ইউজারদের সকল ব্লককৃত ইউজার বাগের কারণে আনব্লক হয়ে গিয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ বললে বাগটি ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত একটিভ ছিলো, এবং পরবর্তীতে ফেসবুক বাগটিকে সংশোধন করে ফেলে এবং বাগের কারণে এফেক্টেড আইডিগুলোতে ফেসবুক সর্তক বার্তা পাঠিয়ে দিয়েছে। আপনি ফেসবুক থেকে এইরকম কোনো বাগের সম্পর্কে সতর্কবার্তা পেয়ে থাকলে এক্ষুনি আবারো আপনাকে সেই আইডিগুলো আবারো একটি একটি করে ব্লক করতে হবে।

৭) নতুন বাগ পাওয়ার অভিযোগ এনেছে কিছু স্যামসং ব্যবহারকারীরা।

কিছু স্যামসং স্মার্টফোন ব্যবহারকারীরা অভিযোগ করেছেন যে তাদের স্যামসং স্মার্টফোন ডিভাইসটি র‌্যান্ডম ভাবে তাদের বিভিন্ন ফটো তাদের ফোনবুকে থাকা নম্বরগুলোতে পাঠিয়ে দিচ্ছে এবং ফটো সেন্ড করার কোনো ট্রেসও রাখছে না। এদিকে স্যামসং কর্তৃপক্ষ এই বাগটির ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছে এবং বর্তমানে তারা বাগটি সংশোধন করার কাজে নিয়োজিত রয়েছে।  বাগ আক্রান্ত ডিভাইসগুলো হচ্ছে স্যামসং গ্যালাক্সি এস ৯ এবং এস ৯ প্লাস। তবে এই বাগ আক্রান্ত ডিভাইসের সংখ্যা খুব কম বলে দাবি করেছে স্যামসং।

৮) ফেইক নিউজ রোধে লন্ডন ভিত্তিক কোম্পানি Bloomsbury AI কে কিনে নিচ্ছে ফেসবুক।

ফেসবুকে ভূয়া নিউজ প্রকাশ রোধে সোশাল নেটওর্য়াক জায়ান্ট ফেসবুক লন্ডন ভিক্তিক কোম্পানি Bloomsbury AI কে কিনে নেওয়ার শেষ পর্যায়ে রয়েছে। Bloomsbury AI কোম্পানিটি তাদের নিজস্ব Natural Language Processing (NLP) টেকনোলজি উদ্ভাবন করেছে এবং তারা Cape নামের একটি AI টেকনোলজি ব্যবহার করে যেটি নিজে থেকেই বিভিন্ন ডকুমেন্টস পড়তে পারবে এবং তারপর ডকুমেন্টটির সম্পর্কে প্রশ্ন করা হলে সেগুলোর উত্তরও দিতে পারবে। খবর পাওয়া গিয়েছে যে ২৩ মিলিয়ন থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে কোম্পানিটি কেনার চুক্তি করবে ফেসবুক। Bloomsbury AI কোম্পানিটি ২০১৫ সালে প্রতিষ্ঠা করা হয়।

৯) ১.২ বিলিয়ন মার্কিন ডলার ফান্ডিং আয় করার প্রস্তুতি নিচ্ছে MoviePass

গতকাল MoviePass কোম্পানির অধিকাংশ শেয়ারের মালিক Helios and Matheson Analytics (HMNY) একটি Shelf Registration ফিলআপ করেছে যার মাধ্যমে মুভিপাস অর্থ ফান্ডিং আয় করার পরিকল্পনা করছে। কোম্পানিটি সবোর্চ্চ ১.২ বিলিয়ন মার্কিন ডলার ফান্ড রাইজ করতে পারবে বলে আশা করছে। এর অর্থের মাধ্যমে কোম্পানিটি পরবর্তী কয়েকবছরের যাবতীয় খবর মেটাবে এবং নতুন কিছু কোম্পানিকে কিনে নেওয়া কাজে এই অর্থ খরচ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি এক রির্পোটে জানা যায় যে এ বছরের শেষ নাগাদ মুভিপাস এর ৫ মিলিয়ন সাবক্রাইবার হবার সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে কোম্পনিটি বাৎসরিক ৬০০ মিলিয়ন মার্কিন ডলার লাভ আয় করতে পারবে।

১০) ৩টি অ্যাপসকে বন্ধ করে দিচ্ছে ফেসবুক।

কম ব্যবহারকারী থাকার কারণে ফেসবুক তাদের সাইট থেকে ৩টি অ্যাপসকে বন্ধ করে দিচ্ছে। এদের মধ্যে মাত্র ৮ মাস আগে ক্রয়করা tbh অ্যাপটিও রয়েছে। এছাড়াও ২০১৪ সালে ক্রয়কৃত ফিটনেস অ্যাপ Moves এবং ২০১৫ সালে ক্রয়কৃত Hello অ্যাপটিকেও ফেসবুক শীঘ্রই বন্ধ করে দেবে। উল্লেখ্য যে অ্যাপল অ্যাপ স্টোরে প্রচুর জনপ্রিয়তা পাবার জন্য tbh অ্যাপটিকে গত বছরের অক্টোবর মাসে কিনে নেয় ফেসবুক। আর এখন মাত্র ৮ মাসের মাথায় “কম ব্যবহারকারী” থাকায় অ্যাপটিকে বন্ধ করে দিচ্ছে ফেসবুক। এই তিনটি অ্যাপের সকল ডাটাগুলোকে আগামী ৯০ দিনের মধ্যে ডিলেট করে দেওয়ার কথা জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।  সম্প্রতি ঘটে যাওয়া Cambridge Analytica স্ক্যান্ডালের পর ফেসবুক তার সাইটের সিকুরিটি এবং ইউজারদের প্রাইভেসি নিয়ে ব্যাপক সচেতন হয়েছে। তাই কম ব্যবহার হওয়া অ্যাপসগুলোকে ফেসবুক কর্তৃপক্ষ এক এক করে বন্ধ করে দিচ্ছে।

এই ছিলো জুলাই মাসের প্রথম টেকবুমের সকল খবর। নিয়মিত বিশ্বে ঘটে যাওয়া সকল গুরুত্বপূর্ণ টেক খবরগুলো জানতে নিয়মিত চোখ রাখুন টেকটিউনস এ। টেকটিউনস টেকবুমের পরবর্তী আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের টেকবুম এখানেই শেষ করছি।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস